মহাসিনঃ
আগুন থেকে রক্ষার উপায়। আগুন লাগলে কি করুনী।
ফায়ার সার্ভিস ও বাজারের ব্যবসায়ীদের যৌথ মতবিনিময় ও পরামর্শ সভা। দোকানে দোকানে লিফলেট বিতরন করা হয়।
দোকানদারদের পরামর্শ দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দায়িত্বশীলদের সঙ্গে বাজার দোকানদারদের বৈঠক।
সচেতনামূলক পরামর্শ দেওয়া হয়। বাজার কমিটির দায়িত্বশীল মোঃ আব্দুস খালেক সরকার, মোঃ আনোয়ার হোসেন ও মোঃ রাসুদ বেগ। প্রচার লিফলেটে ধন্যবাদন্তে
উত্তরা আজমপুর-৬ নং সেক্টর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতা- বিক্রেতা বহুমুখী সমবায় লিঃ। বাজার সকল দোকান মালিক / ভাড়াটিয়াদের অবগতির জন্য জানোনো যাচ্ছে যে, মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট করা হয়। রিট পিটিশন ন- ৩২৬১/ ২০২৩ বিগত ১৩/ ০৩/ ২০২৩ ইং তারিখে প্লট নং ২০,২১ ও ২১ / এ ঠিকানাঃ রোড নং -১২, সেক্টর নং – ০৬, উত্তরা, ঢাকা-১২৩০ উক্ত ০৪ তিন টি প্লটের উপরে ৪৬০টি দোকান চলমান রহিয়াছে। মহামান্য সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগ হতে রুল জারি করা হয়। যাহা ” বাংলাদেশ প্রতিদিন”পত্রিকায় প্রকাশিত বিগত ০৭ / ০২/ ২০২৩ ইং তারিখে রাজউক কর্তৃক নিলাম বিঞপ্তি স্থগিত আদেশে প্রদান করেন। আর ও উল্লেখ্য যে, সম্প্রতি ঢাকাস্থ বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমনকি গত ১৭/০৪/২০২৩ ইং তারিখে পার্শ্ববর্তী উত্তরা ৭ নং সেক্টর বিজিবি মার্কেটে অগ্নি দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে দেশে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগকে প্রতিরোধের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর সহযোগিতার পাশাপাশি নিজেদের সচেতনা বৃদ্ধি করার জন্য নিম্নরুপভাবে পরামর্শ দেওয়া হলো। প্রতিকটি দোকানে বাধ্যতামৃলকভাবে সক্রিয় /কর্মক্ষম অগ্নিনির্বাপণী যন্ত্র নিজ খরছে স্হপন করতে হবে। প্রত্যেক দোকানে বৈদ্যুতিক ক্যাবলের ত্রুটি-বিদ্যুতি দ্রুততার সাথে রক্ষণাবেক্ষেন করতে হবে। সকল দোকান মালিক / ভাড়াটিয়ার নিজ নিজ দোকানে অন্তত ০১ (এক) টি পানি ভর্তি ড্রাম এবং ০১ (এক) বালতি বালি বাধ্যতামৃলকভাবে রাখবতে হবে। ভেজা চটের বস্তা রাখতে হবে। দোকান বন্ধের সময় অবশ্যই সকল ইলেকট্রনিক মেইন-সুইচ অফ করতে হবে। সকল দোকান মালিক / ভাড়াটিয়া নিজ নিজ দায়িত্বে বাজারের ভিতরে ধুমপান না করার জন্য অনুরোধ করা হলো। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরার মোবাইল নাম্বার 01730082230, 02224470660 সংগ্রহে রাখতে হবে। ধন্যবাদান্তেঃ আজমপুর উত্তরা ৬ নং সেক্টর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতা- বিক্রেতা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সমবায় বাজার কর্তৃপক্ষ।