সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এ্যাডঃ রেজাউল করিম রাজু’র নিজস্ব তহবিল থেকে প্রতি বছরের ন্যায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষে গরীব দুস্থ-অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
হারাগাছ মেট্রো থানার মহব্বত খা উচ্চ বিদ্যালয়ে মাঠে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য এরশাদুল হক রঞ্জু, গোলাম মোস্তফা মনি, এ্যাডঃ আতিকুল আলম কল্লোল, হারাগাছ মেট্রা থানা আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আফছার আলী সহ থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ রাজু’র জন্য দোয়া মোনাজাত করা হয়।