• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ” সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে বিভক্তি জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৪ জামালপুরে এডাব ও এসপিকে-র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপিত” ফুটপাতের দোকান উচ্ছেদে কঠোর অভিযান অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তি সাধনায় চট্টগ্রামে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতি মহাসমাবেশ বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন। জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ ইউনিভার্সিটিতে ড্রাগ আবিষ্কার এবং ওষুধের পুন:র্নির্মাণ,, নিয়ে সেমিনার অনুষ্ঠিত” সৈয়দপুর সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন আয়োজিত উম্মুক্ত কবিতা আবৃত্তি ও বইমেলা ২০২৫ উদযাপন

পলাশবাড়ীতে প্রেমিকের সাথে উধাও,থানায় ৪ জনের বিরুদ্ধে অপহরণের’অতঃপর ছাত্রী উদ্ধার

71Times / ১১৪১ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২০

আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে ৭ম শ্রেণির ছাত্রীর প্রেমিক এর সাথে উধাও, থানায় চার যুবকের নামে অপহরণের অভিযোগ। অতঃপর ওই ছাত্রী উদ্ধার।

অভিযোগে প্রকাশ, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের সগুনা গ্রামের সেকেন্দার আলীর মেয়ে কাশিয়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী মোসলেমা খাতুন(১৩) পড়ালেখা করে আসছিলো।আর তার স্কুলে যাতায়াতের সময় একই ইউনিয়নের বেঙ্গুলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে আশরাফুল ইসলাম(২০) প্রায়ই ওই ছাত্রীকে প্রেম নিবেদন সহ উত্যক্ত করে আসছিলো। বিষয়টা ওই মেয়ে তার পরিবারকে জানালে আশরাফুল ও তার পরিবারকে সাবধান সহ এ পথ থেকে সরে আসতে বলে। আর এতে আশরাফুল মনে মনে ক্ষিপ্ত হয়।

এক পর্যায়ে গত শনিবার ১১ জুলাই ওই ছাত্রী সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ি থেকে কাশিয়াবাড়ী স্কুলে প্রাইভেট পড়ার জন্য বেড়িয়ে পড়ে। ওই ছাত্রী কাশিয়াবাড়ী এলাকায় পৌছালে উক্ত আশরাফুল ও বেঙ্গুলিয়া গ্রামের দুলা মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া(২০), মমিনুলের ছেলে মামুন মিয়া(১৯) ও তমছেল মিয়ার ছেলে নাজমুল হক(১৮) একটি অপরিচিত সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায় বলে ওই ছাত্রীর লিখিত বাবা লিখিত অভিযোগে উল্লেখ করেন।

এদিকে,সরেজমিনে প্রকাশ, ৭ম শ্রেণির ওই ছাত্রী ও আশরাফুল গোপনে চুটিয়ে দীর্ঘদিন থেকে একসঙ্গে ঘোরাঘুরিসহ প্রেম করে আসছিলো। এমনকি প্রেমিক আশরাফুল ও মোসলেমা জুটি তাদের আইনগত বিয়ের বয়স না হলেও ওই তারা উভয়ই বিয়ে করার জন্য পাগল প্রায়। বিষয়টি উভয় পরিবার ও এলাকাবাসীর অনেকেই অবগত।

আর এ প্রেমের সূত্র ধরে এ কিশোর প্রেমিক জুটি গত শনিবার ১১ জুলাই দুপুরের দিকে ঘর বাঁধার উদ্দেশ্যে অজানার পথে বেড়িয়ে পড়ে।

অপরদিকে,ওই ছাত্রীর পিতা সেকেন্দার আলী তার মেয়েকে উল্লেখিত ৪ যুবক অপহরণ করেছে বলে ঘটনার রাতেই থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের পরপরই পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান দিক নির্দেশনায় এসআই হাসিবুর রহমান হাসিব ও সঙ্গীয় ফোর্স ভিকটিম ওই ছাত্রীকে উদ্ধারের জন্য এক অভিযান চালায়। পরে থানা পুলিশ রাতেই আশরাফুলের বাবা আবু তাহেরকে জিঙ্গাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরবর্তীতে রবিবার ১২ জুলাই রাত ৯টার এসআই হাসিবুর রহমান হাসিব ও সঙ্গীয় ফোর্স ওই ছাত্রীকে জুনদহ এলাকা থেকে উদ্ধার করেন।

প্রতীকী ছবিটি

(অনলাইনে, আপডেট- মুহাম্মাদ মহাসিন)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর