জামালপুরে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জামালপুর সংবাদদাতা।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (২২মে) সকাল ৯টা ৩০মিনিটে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ জামালপুর জেলা শাখার আহবায়ক মামুন অর রশিদ সরকার স্বপন ও সদস্য সচিব জাবের আলী সরকার এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।
এসময় জামালপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিজু আহাম্মেদ, পৌর মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ ফজলুল হক, সদস্য সচিব খন্দকার জাহিদ আহম্মেদ সুমন সহ জেলা মৎস্যজীবী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাঁটা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান, জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব জাবের আলী সরকার।