নিজস্ব প্রতিনিধিঃ টোকেন চাঁদাবাজি ও জিম্মি বানিজ্য!
বিমানবন্দর, দক্ষিণ খান, কসাই বাড়ী দক্ষিণ খান কাঁচকুড়া সড়কে ১৩ শ অটো ইজিবাইক চলাচল করে। প্রতি অটো ইজিবাইকে বিশেষ টোকেন লাগানো সেই টোকেন মাসিক ১৮ শ টাকা দিতে হয়। টোকেনের টাকা মাসের ৫ তারিখে পরিশোধ করা নিয়ম। টোকেন না নিলে টাকা দিতে দেরি হলে গাড়ী আটক করে রাখা হয় ও মালিক চালকদের জিম্বি করে মারধোর অত্যাচার নির্যাতন করা হয়।
গাওয়াইর মাদ্রাসার নিকটে অফিস।
দক্ষিণ খান বাজার থেকে কসাই বাড়ী অটো ইজিবাইকে আসার সমস্যা চালক বিভিন্ন তথ্য জানান টোকেন চাঁদাবাজির সাম্রাজ্য নিয়ে…!
বিমানবন্দরের জাতীয় শ্রমিক লীগের নেতার নেতৃত্বে(০০০০) অভিযোগ করেন আজ রাত ১২.৪০ এর দিকে ৩১৫ নাম্বার অটো ইজিবাইক চালক। বিস্তারিত মতামত অভিযোগ তথ্য অনুসন্ধানী প্রতিবেদন পত্রিকায় আসছে….
অভিযোগ তথ্য থাকলে জানান 01632912580