বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আদর্শের সিপাহী সৈনিক। ঢাকা মহানগর উওরের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক (সাবেক) মোঃ সালমান খান প্রান্ত।
কর্মীবান্ধব ও গনমানুষের সেবায় অবিরামভাবে কাজ করছেন। ঢাকা মহানগর উওরের উওরা, তুরাগ,দক্ষিনখান,উওরখান, ভাটারা,ডুমনী, খিলক্ষেত, উওরা পুর্ব ও পশ্চিম থানা এলাকা জুড়ে রয়েছে জনপ্রিয়তা। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আস্হায় ভালোবাসার বন্ধে এগিয়ে চলছে জনপ্রিয়তা। জনবন্ধু হিসেবে আস্হা ভাজন।
ছাত্রলীগের নেতাকর্মীদের প্রিয় অভিভাবক দিকনির্দেশনায় জাগ্রত হচ্ছে ছাত্রলীগের সাংগঠনিক, প্রতিটি থানার ইউনিট কমিটিগুলো সাজানোর দিকনির্ভর নেতা।