• শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
জামালপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আয়েশা আবেদ ফাউন্ডেশন ব্র্যাক এর দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন। মৈত্রী শিল্প পরিদর্শনে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান। জামালপুরে শিল্প ও পণ্য মেলার উদ্বোধন  জামালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মরহুম এডভোকেট আবুল মনসুর আহাম্মেদ এর ৮৩ তম জন্মবার্ষিকী পালিত মোরেলগঞ্জ পৌর বিএনপির , নির্বাচনে সভাপতি মাসুম, সম্পাদক মানিক,  রমিজ সাংগঠনিক  নির্বাচিত জামালপুরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড জামালপুরে জাতীয় সমাজসেবা দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা জামালপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীকে এগিয়ে আসতে হবে—বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন এমপি।

71Times / ৬৬৮১ Time View
Update : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীকে এগিয়ে আসতে হবে—বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন এমপি।

মোঃ বিলাত আলী
বিশেষ প্রতিনিধি জামালপুর।

জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীকে এগিয়ে আসতে হবে। দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। সরকার নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল।

আজ শুক্রবার (২১জুলাই) বিকালে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জামালপুর সদর উপজেলা যুব মহিলা লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পাশাপাশি সদর উপজেলার উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিদেশে বসে স্বাধীনতার বিরোধিতাকারী এবং দেশবিরোধীরা মিথ্যা প্রচার ও ষড়যন্ত্র করছে। এরা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় যেতে চায়। এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে বলে জানান তিনি।

সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোহসিনা মৌসুমি চাঁদনী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসি এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম.এ মান্নান, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রাহমান স্বপন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমী প্রমূখ।

এসময় জামালপুর সদর ইউনিয়ন ও ওয়ার্ড যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Archives