চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ বায়েজিদ বোস্তামি থানার অন্তর্গত মুরাদ নগর প্রকাশ মিদ্দা পাড়া আমিন জুট মিল উত্তর গেইট এশাটিক কটন মিলের ভিতর আগের পুরানো শ্রমিদের নাটক যাত্রা মঞ্চ কেলাব ঘর ছিলো এখন সে ঘরে চলছে প্রকাশ্য জমজমাট মাদক ব্যাবসা উক্ত মাদক ব্যবসার নেতৃত্ব দিচ্ছে হারুন ভাণ্ডারি প্রতি দিন ভোর থেকে শুরুকরে রাত বার টায় পর্যন্ত চলে মাদক বেচা কেনা তাদের রয়েছে মাদক আনার জন্য মহিলা বাহিনী এদের কে ধরার মতো কেহু নাই কারন পুলিশ নিরব কারণ পুলিশের টের পাইলে তারা হ’য়ে যায় কেহু মাইজভান্ডারের ভক্ত ভাণ্ডারি কেহু হয়ে যায় আমানোতশা বাবা জানানের মুরিদ এদেরকে দরার মতো কেহু নাই কারন পুলিশ নিরব পুলিশের চোখ ফাকি দিয়ে তারা পতি দিন করে লাখ টাকার মাদক ব্যাবসা গোপনে জানা যায় যে এই হারন অনেক মামলার আসামি তার রয়েছে এক বিশাল কিসুর গ্যাং বাহিনি সে কিসুর গ্যাং বাহিনী নেতৃত্ব দেয় তার ছেলেরা তার ছেলেদের ভয়ে এলাকায় মানুষ মুখ খুলে কিছু বলতে পারে না যদি কিছু বলে তাহলে তো রাতে বাসায় হামলা করবে আরো জানা যায় যে এশাটিক কটন মিলের ভিতর প্রতি দিন রাতে ও দিনে একটা না একটা গঠনা হবে ওই গঠনার মুল নায়েক হচ্ছে হারুন ও তা ছেলেরা হারুনে ছেলেদের নেতৃত্ব চলে কিশোর গ্যাং এশাটিক কটন মিলের ভিতরদিযে সাধারণ মানুষ যাতায়াত করে মানুষ যাবার সময় একটু কথা আছে বলে দাঁড়িয়ে তাদের মোবাইল টাকা পয়সা গুলো নিয়ে মাইর অপমান করে দেয় যদি কাহুকে কিছু বলেদিবি তাহলে কিশোর গ্যাংকের হাতে থাকা কিছু বাদক দিযে পুলিশের ভয় দেখায় তাদের হাতে সাধারণ মানুষ জিম্মি রাতে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষ দরে আনে তাদের থেকে টাকা পাবে বলে স্টামে স্বাক্ষর নেই সই না দিলে জানে মেরে ফেলার হুমকি দেয় তাদের ভয়ে এলাকার মানুষ অতিষ্ঠ এমনো অবস্থায় থেকে মুক্তি চাই এলাকার মানুষ চায় মাদক মুক্ত সমাজ এদে নির্মূল করা হোক