উওরার আওয়ামী লীগে রাজনীতির মাঠে জনপ্রিয় মুখ ও গনমানুষের সেবায় জজ মিয়া’আদর্শের বিশ্বাসী, কর্মীবান্ধব নেতা।
করোনা মহামারির সময়ে প্রতিদিন ভোর সকাল থেকে গভীররাত্র পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দেওয়া উপহার খাবার সামগ্রী বেকার অসহায় ও গনমানুষের বাসায় বাসার পোঁছে দিয়েছে ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোঃ আফছার উদ্দিন খান এর নেতৃত্বে এবং উওরা ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে থেকে।
মানবতায় ও মানবিক চেতনায় জনকল্যাণে ছুটে বেড়ানো এক জনপ্রিয় ব্যাক্তির নাম জজ মিয়া
, বিপদে আপদে সবার পাশে ছুটে যায়। মানবিক সেবায় কাজ করেন উওরা জুড়ে গনমানুষের মাঝে সুপরিচিত হওয়া তার এই সফলতা ঘিরে অনেকেই উপকার হচ্ছে।
উওরায় আওয়ামী রাজনীতির মাঠে প্রতিটি প্রাগ্রামে উপস্থিত দেখা যায়। প্রতিটি কর্মসূচি ঘিরেই আছে তার আবেগি মনে ছুটে যাওয়া।
বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের আদর্শের বিশ্বাসী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উন্নয়নের বার্তা গনমানুষের মাঝে প্রচারে অবিরাম।
ঢাকা মহানগর উওরের আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের শ্রম বিষয় সম্পাদক হিসেবে দায়ীত্বশীল
সাংগঠনিক কাজে সঠিক দায়ীত্ব পালন করেন।
নৌকা, বিজয়ের প্রতীক।
নৌকা, উন্নয়নের প্রতিক।
নৌকা, স্বাধীনতার প্রতিক।
নৌকা, বাঙালী জাতীর প্রতিক।
নৌকা, ভালো বাসার প্রতিক।
ঢাকা ১৮ আসনের প্রতিক( নৌকা)
নৌকা, উওরা বাসীর প্রতিক।
মোঃ তাইজুল ইসলাম (জজ মিয়া)
শ্রম বিষয় সম্পাদক, ১নং ওয়ার্ড। (উওরা মডেল টাউন) জানান, বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আদর্শের বিশ্বাসী ব্যাক্তিকে
আসন্ন, ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে নৌকা প্রতীকে মনোনীত যে হোক তার পক্ষে আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড কমিটি কাজ করবে।
নৌকা মার্কার প্রার্থী পক্ষে বিজয়ের জন্য
রাজপথে থেকে মানুষের ঘরে ঘরে গিয়ে ভোটের জন্য প্রচার করবো দোয়া চাইবো ও ভোট চাইবো।
( অনলাইনেআপডেটে, মুহাম্মাদ মহাসিন 01632912580 )