জামালপুরে ১৫ আগস্ট শহীদ স্মরণে শ্রদ্ধার্ঘ্য চিত্রপ্রদর্শনী
মো. আলমগীর, জামালপুর।
শোক হোক শক্তি, শেখ হাসিনার মুক্তি এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে ১৫ আগস্ট শহীদ স্মরণে শ্রদ্ধার্ঘ্য চিত্রপ্রদর্শনী আলোচনা সভা, মঞ্চ নাটক-মেজর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১আগস্ট) বিকেলে বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম জেলা শিল্পকলায় মিলনায়তনে শ্রদ্ধার্ঘ্য চিত্রপ্রদর্শনীর আয়োজন করেন হাসুমণি’র পাঠশালা।
বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য রেমন্ড আরেং।
স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ হালিম।
উদ্বোধকের বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান।
মূখ্য আলোচকের বক্তব্য রাখেন সাংবাদিক ও লেখক অজয় দাস গুপ্ত।
আলোচকের বক্তব্য রাখেন শহীদ কর্ণেল জামিল তনয়া ও চিত্রশিল্পী আফরোজা জামিল কংকা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অধ্যাপক সামিউল আউয়াল ডনি।