(আপডেট নিউজ)
নিখোঁজের তিন দিন পর বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের তিনদিন পর বিল থেকে আনোয়ার হোসেন (৪০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে বগারচর ইউনিয়নের পূর্ব গলাকাটি বিলের পানিতে ভেসে থাকা মরদেহটি উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ হন। আনোয়ার হোসেন পূর্ব গলাকাটি গ্রামের মৃত শুটকু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ ছেলের জন্য ওষুধ কিনতে সারমারা বাজারে যান আনোয়ার হোসেন। এর পর সে আর বাড়ি ফিরেনি। তার আত্মীয় স্বজনা তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।
শুক্রবার সকালে গলাকাটি বিলে স্থানীয় লোকজন কাজ করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় আনোয়ার হোসেনের মরদেহটি দেখতে পায়।
পরে তারা পুলিশকে খবর দেওয়া হলে সকাল ১০ টার দিকে গলাকাটি বিল থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
এবিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, মরদেহটি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।