বিশেষায়িত হাসপাতলে বীর মুক্তিযোদ্ধারা জটিল রোগের চিকিৎসার জন্য গেলে হাসপাতাল কর্তৃপক্ষের সুপারিশ ও মন্ত্রণালয়ের অনুমোদনে ২ লাখ টাকা ব্যয় করা যাবে। মুমূর্ষ কোন বীর মুক্তিযোদ্ধার জরুরি অস্ত্রোপচার ও চিকিৎসা ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের বিবেচনায় ২ লাখ টাকা পর্যন্ত ব্যয় করা যাবে
। তবে এই বিষয়ে পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের নগদ বাচ্চাদের মাধ্যমে এই টাকা দেওয়া হবে না। তারা হাসপাতাল থেকে সরাসরি চিকিৎসা নিতে পারবে। এজন্য কোন আবেদনের প্রয়োজন হবে না শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের প্রমাণপত্র দেখাতে হবে।
তবে মুক্তিযোদ্ধাদের স্ত্রী বা স্বামী বা সন্তান কেউ এই সুবিধা পাবে না। ২৪টি বিশেষায়িত হাসপাতালের মধ্যে রয়েছে – বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল জাতীয় ক্যান্সার হাসপাতাল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল জাতীয় কিডনি হাসপাতাল জাতীয় হৃদরোগ হাসপাতাল জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল
জাতীয় নিউরো সাইন্স হাসপাতাল জাতীয় মানসিক হাসপাতাল বারডেম হাসপাতাল শেখ হাসিনা বান এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল খুলনা শহীদ শেখ আবু নাসের হাসপাতাল গোপালগঞ্জ শেখ ফজিলাতুননেছা মুজিব চক্ষু হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।