মোঃ সোহাগ কে সাথে নিয়ে মোঃ আবু হাসান এর প্রতিবেদন টঙ্গী থেকেঃ
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নং ওয়ার্ড তুরাগ বাজার নদীর পাড়ে হযরত সোলায়মান শাহ্ (রহঃ) এর ৫ম ওরশ মোবারক ও বাউল সাংস্কৃতিক অনুষ্ঠিত। অদ্য ২০ শে সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রাত ৮ টার সময় টঙ্গী তুরাগ বাজারে হযরত সোলায়মান শাহ্ (রঃ) এর ৫ ম ওরশ মোবারক মাহফিল অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগরের টঙ্গী পুর্ব থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ লিটন উদ্দিন সরকার সভাপতিত্বে করেন মোঃ কামাল লেংটার পরিচালনা ও মোঃ আব্দুল আলিমের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহ্ আলম রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩,৪৪ ও ৪৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসাঃ ফেরদৌসী জামান ফিরু । আয়োজন ওরশ কমিটির সভাপতি মোঃ শাহরিয়া আল মোসাদ্দেক, সিনিয়র সাংবাদিক মোঃ মুজাহিদুল ইসলাম, মোসাঃ রানী আক্তার, বাউল গান কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম জিরো গিতিকার ও সুরকার – কন্ঠ শিল্পী ।সাংবাদিক মোঃ সোহাগ মিয়া, মোঃ রফিক ভান্ডারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতি মোঃ লিটন উদ্দিন সরকার তাঁর বক্তব্যে হযরত সোলায়মান শাহ(রঃ) এর ঐতিহাসিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বার্ষিক পবিত্র ওরশ মোবারক ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের ১ ম পর্বের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের ২ য় পর্বে শুরু হয় বাউল গানের মাধ্যমে বাউল গানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার এর সুনাম ধন্য শিল্পী দীপঙ্কর গান সঙ্গীত পরিবেশন করেন। শেফালী দাশ, সোনালী সরকার, রোজিনা সরকার, অরুনা সরকার, শাহা রিয়া সরকার, রাজমনি সরকার, বৃষ্টি সরকার, বাবুর সরকার, আকাশ সরকার এ ছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত সুনামধন্য জনপ্রিয় বাউল- কন্ঠ শিল্পীরা সংগীত পরিবেশন করেন।