• রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইসলামপুরে মোটরসাইকেল সহ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ গাজীপুরে শাহ সুফি ফসিহ উদ্দিনের মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ মেলান্দহে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত দেবিদ্বারে মসজিদে মসজিদে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগম খালেদা জিয়া ও বন্যার্তদের জন্য দোয়া মাহফিল ১ হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে বিজ্ঞপ্তি আসাদুজ্জামান খান কামালের অবৈধ টাকা আগষ্টিনের সুইচ ব্যাংকে! বাংলাদেশ ইউনিভার্সিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে আলোচনা অনুষ্ঠিত। তেজগাঁও কলেজে গণতন্ত্রের চর্চা শুরু! বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন দিনমজুর আরিফ পুলিশহীন নগরী, সিলেটে খুলছে সব কিছু, কাটছে ভয় আতষ্কে

কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবার প্রসারের আহবান ঢাবি উপাচার্যের Expansion of mental health services at the community level is the need of the hour: DU Vice-Chancellor

71Times / ৩৪৩৩ Time View
Update : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবার প্রসারের আহবান ঢাবি উপাচার্যের

“বাংলাদেশে মানিসক রোগের চিকিৎসা ও এর প্রতিরোধে সবচেয়ে বড় বাঁধা হল এর সম্পর্কে মানুষের মধ্যে বদ্ধমুল ধারণা। বিশেষত শরীর ও মনের মাঝে যে যোগসুত্র রয়েছে তা একে অন্যের পরিপুরক। একটিকে বাদ দিয়ে আরেকটি ভাবা যায় না। শরীরে অসুখ হলে যেমন ওষুধ লাগে তেমনি মনের অসুখ হলে এর চিকিৎসাও লাগে”- ‘ ২২ সেপ্টেম্বর শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ৬ষ্ঠ বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আখতারুজ্জামান এ কথা বলেন।

এ সময় তিনি গত ২৫ বছরে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অগ্রজাত্রায় সবাইকে অভিনন্দন জানানোর পাশাপাশি দেশে মানসিক স্বাস্থ্য সেবায় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি যে  গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে তার ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রশিক্ষিত মনোবিজ্ঞানী তৈরিতে গুরুত্ব দেন। তাছাড়া তিনি প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ কমিউনিটি স্বাস্থ্য সেবার কথা উল্লেখ করে  মানসিক স্বাস্থ্য সেবাকে কমিউনিটি স্বাস্থ্য সেবায় যুক্ত করার উপর গুরুত্ব দেন পাশাপাশি প্রশিক্ষিত মনোবিজ্ঞানী তৈরির করে মানসিক স্বাস্থ্য সেবার যে চাহিদ আছে তা পুরনে সবার দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস) এর সাধারণ সম্পাদক ডঃ শাহনুর হোসেন। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট পরিচালিত ২০১৮-১৯ জরিপে দেখা গেছে বাংলাদেশের ৯২% মানুষ মানসিক রোগের কোন চিকিৎসা গ্রহণ করে না এবং ১৮.৭% প্রাপ্ত বয়স্ক এবং ১২.৬% শিশু-কিশোর মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ।  প্রাপ্ত বয়স্কদের মধ্যে ৬.৭% বিসন্নতায় ও ৪.৭% উদ্বেগ জনিত সমস্যায় ভুগছেন। তিনি দেশের জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবাদানকারি পেশাজীবীদের অপ্রতুলতা বিষয়টি তুলে ধরে বলেন যে দেশে প্রায় ১০০০ মনোবিজ্ঞানী রয়েছে  যা পর্যাপ্ত মানসিক স্বাস্থ্য সেবা প্রদানে পর্যাপ্ত নয়। পেশাদার হিসেবে মনোবিজ্ঞানী তৈরি হতে অনেক বছর সময় লেগে যায় তাই কমিউনিটি পর্যায়ে কাজ করার জন্য প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত পেশাজীবী তৈরির বিষয়টি তুলে ধরেন ।

দেশে কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করে ও মানুষের মাঝে মানসিক স্বাস্থ্য বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধির লক্ষে “কমিউনিটি ভিত্তিক মানসিক স্বাস্থ্যঃ বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার ব্যবধান কমিয়ে আনার চাবিকাঠি”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ সেপ্টেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ৬ষ্ঠ বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের নন কমুনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম-এর লাইন ডিরেক্টর প্রফেসর ডাঃ মোঃ রোবেদ আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ডঃ মোঃ মাহবুব হাসান, এবং ব্রিটিশ সাইকোলজিক্যাল সোসাইটির প্রাক্তন প্রেসিডেন্ট ডঃ গ্রাহাম পাওয়েল। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস) এর সভাপতি ডঃ মুহাম্মদ কামরুজ্জামান মজুমদার।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ডঃ মোঃ মাহবুব হাসান বলেন- মানুষের বংশগতির সাথে মানসিক সমস্যার সম্পর্ক রয়েছে। মস্তিস্কের অনেক কেমিক্যাল আমাদের চিন্তা ও মানসিক সমস্যায় ভুমিকা পালন করে। মনের অবস্থা শরীরে প্রভাব ফেলে এরা একে অন্নের সাথে যুক্ত। তাই  মনকে বাদ দিয়ে শুধু শরীরের রোগকে গুরুত্ব দিলে চলবে না বলে তিনি মানসিক স্বাস্থ্য সেবা গ্রহনে মানুষকে আহবান জানান।

বিশেষ অতিথি ব্রিটিশ সাইকোলজিক্যাল সোসাইটির প্রাক্তন প্রেসিডেন্ট ডঃ গ্রাহাম পাওয়েল বাংলাদেশে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সুদীর্ঘ যাত্রায় থাকতে পেরে গর্বিত বোধ করেন এবং বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবায় কমিউনিটি পর্যায়ে কাজের ব্যাপক সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস) এর সভাপতি প্রফেসর ডঃ মুহাম্মদ কামরুজ্জামান মজুমদার বলেন, দেশে  কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের উপর গুরুত্ব ও মানুষের মাঝে মানসিক স্বাস্থ্য বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধির লক্ষে “কমিউনিটি ভিত্তিক মানসিক স্বাস্থ্যঃ বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার ব্যবধান কমিয়ে আনার চাবিকাঠি”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছরের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন যে, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ শুধু শিক্ষক নয় গবেষক ও পেশাদার মানসিক স্বাস্থ্য সেবাদানকারী  তৈরিতেও কাজ করে যাচ্ছে। তিনি মানসিক স্বাস্থ্য সেবা ও এর কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের সহায়তায় কথা তুলে ধরেন। দেশে মানসিক স্বাস্থ্য সেবার খরচ কমিয়ে সাধারণ মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সেবা গ্রহনে সরকারের সহযোগিতা বাড়ানোর বিষয়ে  গুরুরত্ত আরোপ করেন।

উল্লেখ্য এই সম্মেলন উদযাপন উপলক্ষে মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কর্মশালা, প্লেনারি সেশন, সিম্পোজিয়াম অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি বেশ কিছু দেশি বিদেশি গবেষণাপত্র উপস্থাপিত হচ্ছে। সম্মেলনটি যৌথ ভাবে আয়োজন করছে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ।

প্রসঙ্গত, মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি ১৯৯৭ সাল থেকে ধারাবাহিকভাবে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতার লক্ষে কাজ করে যাচ্ছে পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা ও এই বিষয়ে বিভিন্ন গবেষণা তথ্য দেশের মানুষের কাছে তুলে ধরার জন্য ২০০৬ সাল থেকে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি মানসিক স্বাস্থ্য বিষয়ে সম্মেলন অনুষ্ঠান আয়োজন করে আসছে।

Expansion of mental health services at the community level is the need of the hour: DU Vice-Chancellor

“The biggest obstacle to the treatment and prevention of mental illness in Bangladesh is people’s misconceptions about it.” Today, in the opening ceremony of the 6th Bangladesh Clinical Psychology Conference at the Senate Building of Dhaka University, the Vice-Chancellor of Dhaka University, Prof. Dr. Md. Akhtaruzzaman said this.  He also said – the connection between body and mind is complementary to each other.  One cannot be thought of without the other.  If there is a disease in the body, medicine is needed, and if there is a disease in the mind, it also needs treatment.  He congratulated everyone on the advancement of the Bangladesh Clinical Psychology Department in the last 25 years. Also, he praised the important role played by the Clinical Psychology Department and Clinical Psychology Society in mental health services in the country.  He emphasized producing trained psychologists.  Moreover, he mentioned the very important initiative of the Honorable Prime Minister, Community Health Services, and emphasized on adding mental health services to community health services, as well as drawing the attention of everyone to meet the demand for mental health services by creating trained psychologists.

On 22 September 2023 inaugurated 6th Bangladesh Clinical Psychology Conference at the Senate Building of the University of Dhaka. The conference theme is “Community-Based Mental Health: The Key to Bridging the Mental Health Service Gap in Bangladesh”.

General Secretary of the Bangladesh Clinical Psychology Society (BCPS), Dr. Shahnur Hossain presented the keynote speech of the program. He said the theme emphasizes the provision of mental health services at the community level in the country with the aim of creating more awareness about mental health among people. He said – The 2018-19 survey conducted by the National Institute of Mental Health of Bangladesh showed that 92% of people in Bangladesh do not receive any treatment for mental illness and 18.7% of adults and 12.6% of children and adolescents suffer from mental health problems.  6.7% of adults suffer from depression and 4.7% from anxiety disorders. He highlighted the inadequacy of mental health care professionals needed to ensure mental health services to the country’s population, saying that there are about 1,000 psychologists in the country which is not enough to provide adequate mental health care.  It takes many years to develop a psychologist as a professional, so he highlighted the issue of creating trained professionals with training to work at the community level.

In the inauguration program as Special guests were Dr. Md. Robed Amin, Line Director of the Non-Communicable Disease Control Program of the Department of Health, Prof. Dr. Md. Mahbub Hasan, Dean of the Faculty of Biology, Dhaka University, and Dr. Graham Powell, former president of the British Psychological Society.  The program was presided over by Dr. Muhammad Kamruzzaman Mazumdar, President of the Bangladesh Clinical Psychology Society (BCPS).

In the speech of the special guest, Professor Dr. Md. Mahbub Hasan, Dean of the Faculty of Biology of Dhaka University, said that mental problems are related to human heredity.  Many brain chemicals play a role in our thinking and emotional problems.  The state of mind affects the body and they are associated with food.  Therefore, he called on people to take mental health services as he should not give importance to the diseases of the body only excluding the mind.

Former President of the British Psychological Society, Dr. Graham Powell, as a special guest speaker, felt proud to be part of the long journey of the Department of Clinical Psychology in Bangladesh and felt that there is a huge scope for work at the community level in mental health services in Bangladesh.

President of Bangladesh Clinical Psychology Society (BCPS) Prof. Dr. Muhammad Kamruzzaman Majumder said in the presidential speech that this year’s conference is being held with the theme “Community Based Mental Health: The Key to Bridging the Gap in Mental Health Services in Bangladesh” with the aim of increasing awareness about mental health among people and emphasizing the importance of providing mental health services at the community level in the country. He also said that the Department of Clinical Psychology is working to produce teachers, researchers, and professional mental health providers.  He spoke about the support of the Honorable Vice Chancellor of the University in mental health services and its activities.  He emphasized increasing the government’s cooperation in getting mental health services among common people by reducing the cost of mental health services in the country.

It is noted that various workshops, plenary sessions, and symposiums on mental health are being held on the occasion of the celebration of the conference.  Besides, several domestic and foreign research papers are being presented. The conference is jointly organized by the Bangladesh Clinical Psychology Society and Dhaka University Clinical Psychology Department.

With the aim of increasing mental health awareness, the Department of Clinical Psychology of University of Dhaka and the Bangladesh Clinical Psychology Society have been working continuously since 1997 to raise awareness about mental health and also to raise awareness among people about mental health and to present various research information on this topic to the people of Bangladesh since 2006 the Clinical Psychology Society has been organizing conferences on mental health.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Archives