ফ্রিল্যান্সার ও সাংবাদিক রোকনের ফেইসবুক আইডি ডিজেবল !
নিউজ ডেস্ক : সময়ের ব্যবধানে কারনে অকারণে বিভিন্ন চোরাই অভিযোগের কারনে ফেইসবুক অনেকের আইডি সঠিকভাবে তথ্য যাচাই না করে হুটহাট করে নষ্ট করে দিচ্ছে ফেইসবুক আইডি। যা একজন ফেইসবুক ব্যবহারকারি ফেইসবুকের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ও দুঃখজনক বিষয় কেননা একটি ফেইসবুক আইডিতে অনেক স্মৃতি তথ্য উপাত্ত সংগ্রহীত তাকে। যে কারনে একটি আইডি নষ্ট হলে মূহুর্তে মাথায় বাজ পড়ার মতো পরিস্থিতি তৈরি হয় যা ভুক্তভোগী উপলব্ধি করিত পারে। তবে অনেক ফেইসবুক আইডি নষ্ট বা ডিজেবল হলে ফিরে পাওয়া যায় আবার যেগুলো ডিজেবল হলে রিভিউ করা যায় না ফেইসবুক রিভিউ করতে অপরাগতা প্রকাশ করে সেই আইডি গুলি আর ফিরে পাওয়ার আশা সম্পূর্ণ ৯৯% নাই বললেই চলে। এমন সমস্যার সম্মুখীন হয়েছে সরকারে তথ্য মন্ত্রণালয় কতৃক প্রশিক্ষণ প্রাপ্ত ফ্রিল্যান্সার ও সাংবাদিক রোকন মিয়ার(একাত্তর নিউজ সাবেক বার্তা সম্পাদক) ফেইসবুক আইডিতে এ আইডির বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রশিক্ষণ প্রাপ্ত বিভিন্ন ট্রেইনি ও ট্রেইনার সবার মতামত নিয়ে যতদূর জেনেছি পুরনো আইডি টি ফিরে পাওয়া ১ % আশা আছে। তাই হতাশ ও বাধ্য হয়ে মাস খানেক পর আজ একটি নতুন ফেইসবুক আইডি খুলতে বাধ্য হয়েছেন তিনি।
সাংবাদিক রোকন মিয়ার নতুন ফেইসবুক আইডি লিংক : https://www.facebook.com/md.rukonmia.3956