বরুড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানীকর তথ্য প্রকাশের অভিযোগে সৌদি প্রবাসী আবু কাউছার এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, আবু কাউছার ব্যক্তিগত এবং বরুড়া টিভি ফেক ফেসবুক আইডিতে শাকপুর ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা “বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থা’র” উদ্যোগতা “আমরা বরুড়াবাসী”প্রবাসী ফোরামের সাবেক সভাপতি, মালয়েশিয়া প্রবাসী ফারুক ইসলাম শুভ’র বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করেছে।
গত ২৩ জানুয়ারি ২০২০ সালে “আমরা বরুড়াবাসী” প্রবাসী ফোরামের সভাপতি থেকে ব্যক্তিগত সমস্যার কারণে ফারুক ইসলাম শুভ সেচ্ছায় পদত্যাগ করেন। কিন্তু ভুয়া তথ্য দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে আবু কাউছার মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
আবু কাউছার একজন সৌদি প্রবাসী। প্রবাসে বসে বসে বিভিন্ন সময় বিভিন্ন সেচ্ছাসেবী’দের নামে তিনি অপপ্রচার চালিয়ে আসছেন। আবু কাউছার এর বিরুদ্ধে এই অপপ্রচারের অনেক অভিযোগ রয়েছে।
গত কয়েক মাস আগে আবু কাউসার “বরুড়া বিজনেস ফোরামের মনোগ্রাম ব্যবহার করে ফেসবুকে একটি গ্রুপ খুলে বিজনেস ফোরামের নামেও অপপ্রচার চালিয়ে ছিলেন। এই নিয়ে বরুড়া বিজনেস ফোরামের উদ্যোগতা আবু কাউছার এর বিরুদ্ধে একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। অপপ্রচারের কারণে বেশ কয়েকটি মামলাও রয়েছে আবু কাউছার এর বিরুদ্ধে।