ইসলামপুরে মোটরসাইকেল সহ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
মোঃ খোরশেদ আলম চিশতী মেলান্দহ জামালপুর থেকে ঃ
জামালপুরের ইসলামপুরে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ মোঃ নয়ন আকন্দ’র উপর আক্রমণ করে সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ও মোটরসাইকেল কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত ২১সেপ্টেম্বর শনিবার বিকালে ইসলামপুর উপজেলার পচাবহলা মধ্যপাড়া গ্রামে। জানা যায়, ভোক্তভোগী মোঃ নয়ন আকন্দ তিনি পেশায় একজন সাংবাদিক,মেলান্দহ উপজেলা মুসলিম নগর গ্রামের আনিছুর রহমানের ছেলে নয়ন আকন্দের সাথে ইসলামপুর উপজেলার পচাবহলা মধ্যপাড়া গ্রামের গন্দ মিয়ার ছেলে শাহিন ও প্রবাসী আব্দুর রাজ্জাকের স্ত্রী মোছাঃ রিনা বেগম গংরা পূর্ব হতেই আত্মীয়তার সুবাদে বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকালে নয়ন আকন্দ মোটরসাইকেল যোগে নিজ বাড়ি হতে উলিয়া যাওয়ার সময় শাহিনের বসতবাড়ি সংলগ্ন কাঁচা রাস্তায় পৌছলে শাহিন তার বাহিনী নিয়ে পথরোধ ও আক্রমণ করে আটকে রেখে নয়নের সাথে থাকা ৬৫ হাজার নগদ টাকা, একটি মোবাইল ও মোটরসাইকেল কেড়ে নেয়। শুধু তাই নয় ৩/৪ জন মিলে একটি বিল্ডিং ঘরে দীর্ঘক্ষণ আটকে রেখে বিভিন্ন প্রকার হুমকি ও গালিগালাজ করা অবস্থায় পরবর্তীতে ভুক্তভোগী নয়ন সুকৌশলে পালিয়ে এসে প্রাণে রক্ষা পায়। ঘটনার পর মুহুর্তে উক্ত এলাকাসহ বিভিন্ন লোক মারফত ঘটনাটি অবগত করেন।
এই ঘটনায় ভুক্তভোগী নয়ন আকন্দ দিশেহারা হয়ে কোন প্রকার উপায় না পেয়ে ন্যায়বিচারের দাবিতে বাদী হয়ে ঘটনার পরের দিন ২২সেপ্টেম্বর রবিবার ইসলামপুর থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেন। বর্তমানে অভিযোগটি তদন্তাধীন রয়েছে বলে কর্তব্যরত এস আই রফিকুল ইসলাম রফিক গণমাধ্যম কর্মীদেরকে জানাই।