কুমিল্লার বরুড়া গালিমপুর জমিদার বাড়িতে কবি আড্ডা অনুষ্ঠিত
মোঃবোরহান উদ্দিনঃগত শুক্রবার বিকাল ৩টায় বরুড়ার গালিমপুর জমিদার বাড়িতে সাহিত্য কন্ঠের আয়োজনে কবিতা পাঠের আয়োজন করা হয়। সাহিত্য কন্ঠের সম্পাদক কবি ও সাংবাদিক সেহেদী হাসান সবুজ এর আমন্ত্রণে গতকাল বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী গালিমপুর জমিদার বাড়িতে কবিতা ও গানের আড্ডা আসরে উপস্থিত ছিলেন
কবি ও শিল্পী সবুর বাদশা, অধ্যাপক ও সঙ্গীত শিল্পী দিলীপ মজুমদার, শিক্ষক সাংবাদিক ও কবি শাহ আলম, নাট্যশিল্পী স্বপন কুমার রায় কবি ও সাহিত্যিক গাজী জহিরুল ইসলাম কন্ঠ শিল্পী আবু হানিফ,কবি মুজাম্মেল হোসেন,কবি জাকির হোসেন,কবি আয়েত আলী সহ আরো অনেকে।