বরুড়া উপজেলা জাতীয় পার্টির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠি
মেহেদী হাসান সবুজঃকুমিল্লার বরুড়ায় উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জানুয়ারী বিকাল ৪টায় বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জাতীয় পার্টির নেতা মোঃ আবদুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভুইয়া, বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা আহবায়ক এয়ার আহমেদ সেলিম,
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মামুনুর রহিম সুমন, সদস্য ওবায়দুল কবির মোহন, কুমিল্লা দঃ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির মুনশি, কুমিল্লা মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি কাজী মোঃ নাজমুল, জাতীয় পার্টির নেতা মাহবুব আলম সেলিম। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা তওহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বরুড়া পৌরসভা জাতীয় পার্টির আহবায়ক মোঃ সোহেল মাহমুদ, জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোঃ ওলিউল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আকতারুজ্জামান মাষ্টার প্রমুখ। সভায় বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ড. ইরফান বিন তোরাব আলীর হাত ধরে বরুড়া উপজেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠন গুলোকে সাজিয়ে তুলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর হাতকে শক্তিশালী করার আহবান জানান। সভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বরুড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ড. ইরফান বিন তোরাব আলী, সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, বরুড়া পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মোঃ আমান উল্লাহ, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ এর নাম ঘোষণার মধ্য দিয়ে উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন।