শিরোনাম
জামালপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে যমুনার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  ঢাকা সিলেট মহা সড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ঢাবি’র মেধাবী ছাত্র জ্যাকি তিতাসে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে স্বদিচ্ছার ইফতার ও ঈদের পোশাক বিতরণ বন্দরের মসজিদ কমিটির সেক্রেটারীর বিরুদ্ধে অর্থ আত্নসাতের অভিযোগ,মুসল্লীদের বিক্ষোভ জামালপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুমি’র মতবিনিময় সভা  জামালপুরে ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল  বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান –প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জামালপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন  ভাইস চেয়ারম্যান পদে দোয়া-সমর্থনে মাঠ চষে বেড়াচ্ছেন চাঁদনী জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত।

জামালপুরে বিশ্ব নারী দিবস উদযাপন ও আলোচনা শেষে সফল নারীদের সম্মাননা প্রদান-

71Times / ২০৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

জামালপুরে বিশ্ব নারী দিবস উদযাপন ও আলোচনা শেষে সফল নারীদের সম্মাননা প্রদান-

মোঃ খোরশেদ আলম,
ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি,
তাং- ০৮ মার্চ ২০২৩ খ্রী.

“”প্রযুক্তি ও উদ্ভাবনীতে সম্ভাবনার বাংলাদেশ গড়ি , নারী-পুরুষের সমতা সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (০৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে), এডাব, জামালপুর শাখা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জামালপুর জেলা শাখা ও এসোসিয়েশন অফ ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ‘র যৌথ উদ্যোগে যথার্থ ভাবগাম্ভীর্য ও আড়ম্বরের সহিত অনুষ্ঠানের প্রথম পর্ব শহরের পিটিআই গেইটের সামনে মানববন্ধন ও দ্বীতিয় পর্ব এসপিকে ‘র হল রুমে আলোচনা সভা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সফল নারী উদ্যোক্তাগণকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেয়া হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জামালপুর জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার সহিদ উল্যা ‘র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মোঃ খোরশেদ আলম, মানবাধিকার কর্মী ও সফল সংগঠক, কনজিউমার রাইটস বাংলাদেশ(সিআরবি), জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক তিনি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সফল নারী উদ্যোক্তাগণদের উদ্দেশ্যে আলোচনা সভায় বলেন-
নারী ‘তুমি’
কন্যা হিসেবে যত্নবান !
বোন হিসেবে মিষ্টি !
প্রেমিকা হিসেবে সুন্দরী !
বন্ধু হিসেবে হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত, অপূর্ব!
সঙ্গি হিসেবে নিশ্চিত নির্ভার
নির্ভরতায় ঘুম পাড়ানোর মাসিপিসি !
স্ত্রী হিসেবে দায়িত্বশীলা, ধৈর্য্যশিলা, আনন্দময়ী
আমার প্রশান্তি ‘তুমি’
মা হিসাবে পরম মমতাময়ী!
আমার সকল সৌন্দর্য্যবোধ,
যেটুকু যা মার্জিত আচরণ, মানবিকতা (যদি থেকে থাকে),
তার কারণ- ‘তুমি’
‘তুমি’ আমার সকল প্রেরণা,
শক্তির উৎস্য, নারীর সকল রুপের আধার ‘তুমি’ সত্যিকারের নারী ‘তুমি’
আজকের নারী দিবস,
বছরের পরবর্তী ৩৬৪ দিন,
একই মাত্রায় শ্রদ্ধা, খেয়াল,
দোয়া, স্নেহ , ভালোবাসা ‘তোমায়’।

আরো বক্তব্য রাখেন অধ্যাপক মনিরুজ্জামান খান, জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, এ্যডভোকেট বিপ্লব দে বাচ্চূ, নারী নেত্রী রাশেদা ফারুকী, মোহাম্মদ সাজ্জাদ হুসেন, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী,
কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি), জামালপুর জেলা শাখার সভাপতি, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন, ই-প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, মোঃ নেহাজ উদ্দীন (মাইজভান্ডারী), আনিছুর রহমান, নির্বাহী পরিচালক অগ্রদূত, মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক, এডাব, জামালপুর, সফল নারী উদ্যোক্তা, রাজিয়া সামাদ প্রমুখ।

বক্তারা সমঅধিকার, সমক্ষমতায়ন তথা নারীর সঠিক সুষম উন্নয়নের উপর আলোকপাত করেন।

সম্মাননা প্রাপ্ত সফল নারী উদ্যোক্তাগণ হলেন রাজিয়া সামাদ- শেরপুর, রিক্তা বেগম- মেষ্টা ইউপি, মোছাঃ বেদেনা বেগম- কেন্দুয়া ইউপি, মোছাঃ নাসরিন আক্তার- জামালপুর পৌরসভা, মোছাঃ মোস্তাকিমা- রশিদপুর, জামালপুর, রাশিদা ফারুকী- মুন্সিপাড়া, জামালপুর, মনোয়ারা বেগম ও মোছাঃ ছনেখা বেগম প্রমুখ।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ এনামুল হক, সভাপতি, এডাব, জামালপুর জেলা শাখা।

ক্রেষ্ট প্রদান পরবর্তী বিশেষ প্রীতি ভোজ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আজকের অনুষ্ঠান ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জামালপুর জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার সহিদ উল্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Archives