শিরোনাম
সুষ্ঠু নির্বাচনের দাবিতে বরুড়ায় চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন। পক্ষপাতিত্বের অভিযোগে বরুড়া থানা”র ওসি প্রত্যাহার জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান শুরু  বকশীগঞ্জে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  ইসলামপুরে ৪ সন্তানের জন্ম দিলেন খুশি বেগম মেলান্দহে সৌদি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা জামালপুরে যুব সমাজই পরিবর্তনের অগ্রদূত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  জাতীয় সাংবাদিক সংস্থা ‘র কুমিল্লা বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন” জাতীয় সাংবাদিক সংস্থা ‘র কুমিল্লা বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন” মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় ১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

জামালপুরে কৃষকের ধান কেটে দিলেন সদর উপজেলার এমপি

71Times / ৩৬৮ Time View
Update : সোমবার, ১৫ মে, ২০২৩

জামালপুরে কৃষকের ধান কেটে দিলেন সদর উপজেলার এমপ

মোঃ খোরশেদ আলম,
ময়মনসিংহ ব‍্যুরো প্রধান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জামালপুর সদর উপজেলার দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন এমপি, জেলা ও সদর উপজেলা কৃষক লীগের নেতা-কর্মীরা।

রবিবার (১৪ মে) সকাল ১১টায় জামালপুর সদর উপজেলা কৃষক লীগের আয়োজনে ৬ নং নরুন্দি ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামের দরিদ্র কৃষক হেলাল উদ্দিনের ৭৫ শতাংশ জমির ধান কাটার মধ্যে দিয়ে, কৃষককের ধান কেটে দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কৃষককের ধান কাটা উৎসব উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ধান কাটেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি।

ধান কাটা উৎসবের উদ্বোধকের বক্তব্য রাখেন ও ধান কাটার উদ্বোধন করেন জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ।

জামালপুর সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক এস মোরছালিন জুয়েলের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাবুল, সদস্য ও নরুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজমুল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভুট্রো, সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক হারুন অর রশিদ প্রমুখ।

জমির মালিক হেলাল উদ্দিন বলেন, টাকার অভাবে ক্ষেতের পাকা ধান কাটতে পারছিলাম না। আজ এমপি সাহেব ও কৃষক লীগের নেতারা এসে আমার ৭৫ শতাংশ জমির ধান কেটে দেওয়ায় আমি খুবই খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসে আমার মতো দরিদ্র কৃষকদের ধান কেটে দেওয়ায় প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন এমপি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কৃষকের ধান কাটায় সব সময় সহযোগিতা করে থাকেন। যে সকল কৃষক টাকার অভাবে ক্ষেতের পাকা ধান কাটতে পাচ্ছে না, সেই সকল কৃষককে পাকা ধান কেটে দেওয়ার আহবান জানান তিনি।

ধান কাটা কার্যক্রমে জেলা কৃষক লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, সদর উপজেলা কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Archives