শাকপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বক্তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির আহ্বান জানান
বরুড়া (কুমিল্লা), হুমায়ুন কবির চৌধুরী:
কুমিল্লার বরুড়া উপজেলার ৮নং শাকপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বিবার্ষিক সম্মেলন গতকাল সোমবার (১২ মে) বিকেল ৩টায় ইউনিয়নের নতুন বাজারসংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই রাজনৈতিক সম্মেলন প্রাণবন্ত হয়ে ওঠে।
দলীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত এবং আকাশে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম (ভিপি)।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য জননেতা জাকারিয়া তাহের সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
অধ্যাপক সরওয়ার জাহান দোলন, যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি
মিজানুর রহমান (চেয়ারম্যান), সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি
শফিউল আলম রায়হান, সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি
ডা. নজরুল ইসলাম শাহীন, সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি
হুমায়ুন কবির পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক, বরুড়া উপজেলা বিএনপি
সম্মেলন সফল করতে সক্রিয় অংশগ্রহণ
সম্মেলন সফল করতে শাকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
তাদের মধ্যে ছিলেন—
মাসুদ আলম, সভাপতি, ৮নং শাকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল; সদস্য, বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল
মোঃ তাবারক হোসেন, সহ-সভাপতি, ৮নং শাকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল
মোঃ আবু সাঈদ (বাবলু), সাধারণ সম্পাদক, ৮নং শাকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল
ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ শামীম কাদের জিলানী, সহ-সভাপতি, ৮নং শাকপুর ইউনিয়ন ছাত্রদল ও বরুড়া উপজেলা ছাত্রদল।
বক্তৃতায় গুরুত্বারোপ
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান–এর নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মাধ্যমে ইউনিয়নে বিএনপির কার্যক্রম আরও গতিশীল হবে।