গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ব্র্যাক শিখা প্রকল্পের উদ্যোগে ইনসেপশন সভা
স্টাফ রিপোর্টার:
গাজীপুর জেলায় ব্র্যাক শিখা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে, ২০২৫)
সকালে জেলা প্রশাসক, গাজীপুর এর ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন
ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ আবু জাফর। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি
এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যাবস্থাপনা) সোহেল রানা, উপপরিচালক (মহিলা ও শিশু, সমাজসেবা
এবং যুব উন্নয়ন), জেলা তথ্য অফিসার, সহকারী কমিশনার (বিআরটিএ) আব্দুল্লাহ আল মামুন,
রিচার্স অফিসার (শিক্ষা) আব্দুল মতিন, শ্রমিক নেতা, এনজিও প্রতিনিধি, সহকারী কমিশনার ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারন শাখা, শিক্ষা, উন্নয়ন ও মূল্যায়ন, প্রবাসী কল্যাণ), সাংবাদিক,
সরকারি ও সুশীল সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ। ব্র্যাক “শিখা: প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা
জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানী মুক্ত পাবলিক এবং প্রাইভেট
স্পেস তৈরি করা” এই প্রকল্পটি ‘ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত।
চার বছর মেয়াদি প্রকল্পটি ফেব্রুয়ারি ২০২৫ থেকে জানুয়ারি ২০২৯ পর্যন্ত চলবে। প্রকল্পটি গাজীপুর
সহ ছয়টি (ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল এবং রাজশাহী) জেলাতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা রোধে
শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক প্লেস, কর্মক্ষেত্র এবং অনলাইন প্লাটফর্মে, বিশেষ করে নারী ও মেয়েদের
জন্য যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা মোকাবেলার জন্য প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা শক্তিশালী
করতে ২৭০ টি মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে, আরএমজি সেক্টর, গণপরিবহন ও কমিউনিটিতে
কার্যক্রম পরিচালনা করবে। সভায় মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন সরকারি কর্মকর্তা, প্ৰধান
শিক্ষক, শ্রমিক নেতা, সাংবাদিক সহ ব্র্যাক ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ। বক্তারা ব্র্যাক শিখা
প্রকল্পের সহায়তায় কী ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ, বাল্য বিয়ে বুলিং ও রিপোর্টিং
এন্ড রেসপন্ডিংএ সচেতন হয়ে কাজ করবেন এবং বিদ্যালয়কে নির্যাতন মুক্ত, নিরাপদ কর্মস্থল
তৈরিতে কাজ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ছাত্র-
ছাত্রীদের চলার পথে ঝুঁকি ম্যাপ তৈরি ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদার করার
অভিপ্রায় নিয়ে সভায় উপস্থিত অন্যান্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। এ ছাড়াও উক্ত সভায়
জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় আরোও উপস্থিত ছিলেন, ব্র্যাক সোশ্যাল
কমপ্লায়েন্সের ট্রেইনিং স্পেশালিষ্ট নুরুল হক, মোহাম্মদ, মোহাম্মদ নাজমুল হক, প্রজেক্ট
লিড,আফরোজা খাতুন ম্যানেজার জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি।
শিখা প্রকল্পের টেকনিক্যাল মোঃ হাবিবুর রহমান, প্রোজেক্ট মোহাম্মদ আরিফ রাব্বানী ও তাজুল
ইসলাম, ফিল্ড কমিউনিকেটর পরিতোষ চন্দ সেন, টেকনিক্যাল ম্রানেজার জেন্ডার জাস্টিস
ডাইভারসিটি(শিখা) হামিদা আহসান কমিউনিটি ভলান্টিয়ার সহ ব্র্যাক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি
বৃন্দ। উক্ত অবহিতকরণ সভা সঞ্চালনা করেন শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোঃ হাবিবুর
রহমান শিখা প্রকল্পটি মুলত গাজীপুর জেলার স্থানীয় সরকার, জন প্রতিনিধি, সুশিল সমাজের
প্রতিনিধি ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত
করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, তৈরি পোশাক কারখানা, ডিজিটাল প্লাটফর্ম, স্থানীয়
কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি, প্রতিরোধ ও
সহায়তা ব্যাবস্থা, আইন সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে কাজ করবে।