সাংবাদিক মামুনের মৃত্যুতে ৭১টাইমস্ পরিবারের শোক
মো. আলমগীর। স্টাফ রিপোর্টার।৭১ টাইমস ডটকম। কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের রাজাপাড়া (লনিবাড়ি) এলাকার বাসিন্দা সাংবাদিক মামুন সরকার আর নেই।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর।
আজ মঙ্গলবার (১৩জুন) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গুণী এই সাংবাদিকের মৃত্যুতে অনলাইন ৭১টাইমসের সম্পাদক হুমায়ুন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
জনপ্রিয় অনলাইন ৭১টাইমসের সম্পাদক হুমায়ুন চৌধুরী এক শোক বার্তায় মরহুম মামুন সরকার
এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মৃত্যুকালে তিনি তিন কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগাহী রেখে গেছেন।
মামুন সরকার ১৯ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, ৭১টাইমস ডটকম এর কুমিল্লা বিভাগীয় প্রধান, দৈনিক ডাক প্রতিদিন ও কুমিল্লার আলোর সাংবাদিক হিসেবে দ্বায়িত্ব পালন করেন।
মরহুম মামুন সরকারের জন্মস্থান কুমিল্লা জেলার হোমনা উপজেলায়।
উল্লেখ্য মামুন সরকার গত দুইদিন ধরে ডায়রিয়া আক্রান্ত হয়ে তার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। আজ মঙ্গলবার সকালে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তার জানাজা নামাজ বাদ আসর রাজাপাড়া চৌমুহনীতে অনুষ্ঠিত হবে বলে জানাই তার পরিবার।