জামালপুরে আকলিমা হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
জামালপুর প্রতিনিধি।
জামালপুরের দেওয়ানগঞ্জে আকলিমা বেগম (২২) হত্যার বিচার এবং আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৬ মে) বিকেলে বাহাদুরাবাদ খুটারচর
তারাটিয়া সড়কের পাশে এবং আকলিমার বাবার বাড়ির সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
নিহতের চাচা জামাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আকলিমার পিতা আলী হোসেন, নিহতের আত্নীয় আল আমিন, শাহজাহান, রুবেল, জাহিদ ও আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হেলাল উদ্দিন একজন নেশাখোর প্রকৃতির লোক, বিয়ের পর থেকেই সে নানাভাবে স্ত্রীর উপর নির্যাতন করত। হেলাল উদ্দিন সহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি খুটারচর এলাকা প্রদক্ষিণ করে পুল্যাকান্দী ব্রীজ বাজারে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, গত ২৫মে স্বামীর বাড়িতে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হয় আকলিমা। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আকলিমার স্বামী হেলাল উদ্দিন সহ আরো ৪জনকে আসামি করে মামলা দায়ের করেছে। ইতিমধ্যে পুলিশ এই মামলার প্রধান আসামি হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।