• সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে শাহ সুফি ফসিহ উদ্দিনের মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ মেলান্দহে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত দেবিদ্বারে মসজিদে মসজিদে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগম খালেদা জিয়া ও বন্যার্তদের জন্য দোয়া মাহফিল ১ হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে বিজ্ঞপ্তি আসাদুজ্জামান খান কামালের অবৈধ টাকা আগষ্টিনের সুইচ ব্যাংকে! বাংলাদেশ ইউনিভার্সিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে আলোচনা অনুষ্ঠিত। তেজগাঁও কলেজে গণতন্ত্রের চর্চা শুরু! বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন দিনমজুর আরিফ পুলিশহীন নগরী, সিলেটে খুলছে সব কিছু, কাটছে ভয় আতষ্কে আত্মগোপনে কর্ণফুলী আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী

জামালপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

71Times / ৪০৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

জামালপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে  বিএনপির দলীয় কার্যালয়ে সামনে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুর জেলা বিএনপি।
বুধবার (১৯জুলাই) রাতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, বুধবার বিকালে জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করেন। ওই শোভাযাত্রাটি বিএনপির দলীয় কার্যালয় অতিক্রম করার সময় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। একটি দলীয় সংগঠনের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ খুবই নেক্কারজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তরা।
এ সময় বক্তরা আরও বলেন, বোমা মেরে বিএনপির একদফা আন্দোলন থেকে সরানো যাবে না। এ সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। সরকার পতনের আন্দোলনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, আমাদের কোন কর্মী এ ধরনের কাজ করেনি এবং করতে পারেনা। আমাদের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাটি যখন মহিলা কলেজের দিকে যায়, তখন বিএনপির নেতাকর্মীরা তাঁদের অফিসের সামনে নিজেরাই ককটেল ফাটিয়ে অজুহাত তৈরী করে প্রতিবাদ সমাবেশ করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বিএনপিকে অপরাজনীতি থেকে সরে আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Archives