জামালপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে বিএনপির দলীয় কার্যালয়ে সামনে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুর জেলা বিএনপি।
বুধবার (১৯জুলাই) রাতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, বুধবার বিকালে জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করেন। ওই শোভাযাত্রাটি বিএনপির দলীয় কার্যালয় অতিক্রম করার সময় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। একটি দলীয় সংগঠনের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ খুবই নেক্কারজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তরা।
এ সময় বক্তরা আরও বলেন, বোমা মেরে বিএনপির একদফা আন্দোলন থেকে সরানো যাবে না। এ সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। সরকার পতনের আন্দোলনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, আমাদের কোন কর্মী এ ধরনের কাজ করেনি এবং করতে পারেনা। আমাদের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাটি যখন মহিলা কলেজের দিকে যায়, তখন বিএনপির নেতাকর্মীরা তাঁদের অফিসের সামনে নিজেরাই ককটেল ফাটিয়ে অজুহাত তৈরী করে প্রতিবাদ সমাবেশ করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বিএনপিকে অপরাজনীতি থেকে সরে আসার আহবান জানান।