রক্তদিয়ে বাঁচাবো প্রাণ দৃঢ়, মোদের এই শ্লোগানে শাকপুর ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের কল সেন্টার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার শাকপুর নতুন বাজার নীডশপ ২য় তলায় শাকপুর ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের কল সেন্টার উদ্বোধন করেন শাকপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
কল সেন্টারের মাধ্যমে সেবা প্রদানের ক্ষেত্রে বরুড়া উপজেলাতেই নয়, বৃহত্তর কুমিল্লায় শাকপুর ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাব-ই সর্ব প্রথম সেচ্ছাসেবী সংগঠন কল সেন্টারের মাধ্যমে জনগনকে আরো অধিক তর উপায়ে সেবা প্রদানের মহৎ উদ্যোগ গ্রহণ করেছি।
শাকপুর ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাব কল সেন্টার।
01611024652
রবিবার থেকে বৃহস্পতিবার (সকাল ৮ টা থেকে রাত ১২ টা)
শনিবার (দুপুর ১২ টা থেকে রাত ৮ টা)
শুক্রবার – বন্ধ
শাকপুর ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের প্রধান উপদেষ্টা মনির হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য শাকপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন , শাকপুর ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের উপদেষ্টা আবুল কাসেম, সংগঠনের সাবেক সভাপতি গাজী শরীফুল ইসলাম, বর্তমান সভাপতি নাছির উদ্দিন,সংগঠনের সাধারণ সম্পাদক, রিফাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি শাকিল হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান,জহির হোসেন,আহসান হাবিব, ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক,রিয়াদ ভূইঁয়া, প্রচার সম্পাদক,মোবারক হোসেন,দপ্তর সম্পাদক,নাঈম হোসেন
সহ সংগঠনের নেতৃবৃন্দ।