• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ আছিয়াসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ” সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে বিভক্তি জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৪ জামালপুরে এডাব ও এসপিকে-র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপিত” ফুটপাতের দোকান উচ্ছেদে কঠোর অভিযান অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তি সাধনায় চট্টগ্রামে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতি মহাসমাবেশ বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন। জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ ইউনিভার্সিটিতে ড্রাগ আবিষ্কার এবং ওষুধের পুন:র্নির্মাণ,, নিয়ে সেমিনার অনুষ্ঠিত”

আওয়ামী লীগ নেতা বাদল রহমানের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবীতে মানববন্ধন

71Times / ২৭৫ Time View
Update : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

নূরুন্নাহার নূর,তাড়াইল, কিশোরগঞ্জ, প্রতিনিধি:-কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান এর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবীতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার(২৪ জুন) সকাল ১০ ঘটিকায় শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে রহস্য উদঘাটনের দাবীতে “ যশোদলবাসী” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ডা: দীন মোহাম্মদ,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আশফাকুল ইসলাম নাটু,যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন,এডভোকেট বাচ্চু,আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম হেলাল,বাদল রহমানের ছেলে আসিফুর রহমান শাহিল,বাদল রহমানের বড় ভাই আতাউর রহমান খান মিলন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে বাদল রহমানের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবী জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য,গত ৯ জুলাই সকালে জেলা শহরের কানিকাটা বেপারি বাড়ি মসজিদ সংলগ্ন পুকুর থেকে বাদল রহমানের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ।পরদিন সোমবার (১০ জুলাই) বাদল রহমানের বড় ছেলে আসিফুর রহমান শাহীল কিশোরগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।

এ ঘটনা এখনও কেউ আটক না হওয়ায় মানুষের মাঝে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে শহর বাসীর হতাশা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে বাদল রহমানের মোবাইলে কারা কারা কোন ধরণের কথোপকথন করেছিল এবং ব্যাংক হিসাবের সাথে কোন গরমিল রয়েছে কি না ঠিকাদারী লেনদেন বা ব্যাক্তিগত কোন লেনদেনের কোন কারণ জড়িয়ে আছে কি না তা প্রশাসন কতিয়ে দেখার চেষ্টায়। এমনকি তার নিকটতম প্রতিবেশীর কোন তথ্য এখনও মানুষ জানতে না পারায় হতাশা রয়েছে আওয়ামীলীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

মানববন্ধনে অংশ নেয়া সকলের দাবি এ ঘটনার সুস্পষ্টভাবে বিষয় গুলো মানুষের মাঝে প্রকাশ করার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর