গাজী অহিদুল ইসলামকে সামাজিক সংগঠন ওরাই আপনজনের সম্মাননা প্রধান
মেহেদী হাসান সবুজঃ বুধবার ৫ই জানুয়ায়ী বরুড়া উপজেলার জনপ্রিয় সামাজিক সংগঠন ওরাই আপনজন সংগঠন শীত সমউপযুগী শীতবস্র বিতরন করেন এবং রেমিটেন্স যুদ্ধা ডুবাই প্রবাসী গাজী অহিদুল ইসলামকে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রধান করেন।সংগঠনের সভাপতি সংবাদিক ইলিয়াছ আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান সংগঠনের উপদেষ্টা সৈয়দ রেজাউল হক রেজু। প্রবাসী গাজী অহিদুল ইসলাম জানান ওরাই আপজন সংগঠন আমাকে যে সম্মাননা আমাকে দিয়েছেন আসলে আমি মুগ্ধ ৷ ওরাই আপন জন সংগঠনের উপদেষ্টা ও সংগঠনের সভাপতি সংবাদিক ইলিয়াছ ভাই সহ উক্ত সংগঠনের সাথে জড়িত সবাই কে সাধুবাদ ও ধন্যবাদ জানাই | আশা করি ওরাই আপন জন সংগঠন বরুডার মধ্যে আলো ফুটাবে ৷ ওরাই আপজন সংগঠন প্রথম থেকেই মানবিক এবং সামাজিক কার্যক্রমের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।সংগঠনটি গত করনা মহামারি সময় খাদ্য,ঔষদ সামগ্রি বিতরন করে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে।