মোঃ মহাসিনঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং গনভোজ বিতরণ করা হয়। ঢাকা-১৮ আসনের তুরাগ থানা, ডুমনি, বিমানবন্দর, তুরাগ, উত্তরখান, দক্ষিণ খান, খিলক্ষেত, ভাটারা এলাকায় আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে জাতীয় শোক দিবস পালন করা হয়।
কেসি ফাউন্ডেশন ও আওয়ামী লীগ যৌথ আয়োজিত উত্তরায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়, সভাপতিত্ব করেন মোঃ নিয়ামুল ইসলাম নাইচ। ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় প্রায় ৫০ টি প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ খসরু চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে
ঢাকা-১৮ আসনের মনোনয়ন প্রত্যাশী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে সি ফাউন্ডেশনের চেয়ারম্যান, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব খসরু চৌধুরী, সিআইপি। ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় কেসি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন করা হয়। কেসি ফাউন্ডেশনের সমন্বয়ক মোঃ শাহ আলম জানান। খসরু চৌধুরী বলেন, জাতীয় শোক দিবস পালন তখনই অর্থবহ হবে, যখন আমরা বঙ্গবন্ধুর জীবনসংগ্রামকে উপলব্ধি করব, তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার কাজে আন্তরিকভাবে তত্পর হব। পাশাপাশি এখনো যারা স্বাধীনতার চেতনার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে ও সমুচিত জবাব দিতে হবে।