জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-৩
মো. আলমগীর, জামালপুর।
জামালপুর সদরে সিএনজির চাপায় সাদেক আলী (৬০) নামের এক পথচারী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়।
বুধবার (২৬ জুলাই) দুপুরে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের হরিণাকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদেক আলী ঘোড়াধাপ ইউনিয়নের হরিণাকান্দা গ্রামের মৃত আক্কেল আলীর পুত্র।
স্থানীয়রা জানায়, সাদেক আলী রাস্তা পার হচ্ছিলেন। এসময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি সিএনজি সাদেক আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নরুন্দি তদন্তকেন্দ্রের পুলিশের একটি দল দুর্ঘটনাস্থলে এসে সিএনজিটি আটক করে।
নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন বলেন, সিএনজিটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।