জামালপুরে ২৩কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মো. আলমগীর, জামালপুর।
জামালপুর সদরের তিতপল্লা ইউনিয়নের শিলকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ২৩কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২আগস্ট) রাতে তিতপল্লা ইউনিয়নের শিলকুড়িয়া গ্রাম থেকে এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ীরা হলেন, মো. রিপন মিয়া ওরফে দুখু মিয়া (৪০), মৃত নাজিম উদ্দীনের ছেলে মো. লেবু মিয়া (৪৬), রিপন মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৩০)।
নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ২২আগস্ট মঙ্গলবার রাতে তিতপল্লা ইউনিয়নের শিলকুড়িয়া গ্রামে অভিযান চালাই। অভিযানে ২৩কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে নারায়ণপুর তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সুকৌশলে জামালপুরে বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন। বুধবার সকালে জামালপুর বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ তাদেরকে গ্রেফতার করাই এলাকায় সাধারণ মানুষদের মাঝে স্বস্তি ফিরে আসে।