এস, এম, মনির হোসেন জীবন- রাজধানীর তুরাগের কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের ধাক্কায় মা নিহত এবং ছেলে আহত হয়েছেন। নিহতের নাম মোছা. আম্বিয়া বেগম (৪৬)। আহত ছেলের নাম মহিউদ্দিন (১৫)।
নিহত আম্বিয়া চাঁদপুর জেলার মতলব থানার গোয়ালভাওরে গ্রামের শামছুদ্দিনের স্ত্রী। নিহত আম্বিয়া দুই ছেলে ও তিন মেয়ের জননী।
আজ রোববার দুপুরে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া হতাহতের এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে তুরাগ থানার কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মা ও ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯ টার দিকে আম্বিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহত আম্বিয়ার পুত্র শামছুদ্দিন জানান, আজ সকাল ৬ টার দিকে তিনিসহ মা (আম্বিয়া বেগম) বাবা (মোজাম্মেল হক) ও ছোট ভাই মহিউদ্দিনসহ চারজন গ্রামের বাড়ি চাঁদপুর যাওয়ার উদ্দেশে তুরাগের রোসাদিয়ার বাসা থেকে বের হন। রাস্তা দিয়ে পায়ে হেঁটে তুরাগের কামারপাড়া বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে বেপরোয়া গতিতে একটি ট্রাক এসে তাদেরকে ধাক্কা দেয়। এতে তার মা আম্বিয়া ও মহিউদ্দিন রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আঘাত পায়। তবে, সে ও তার বাবা অক্ষত আছেন। পরে আহত অবস্হায় তাদের দু’জনকে দ্রুত তুরাগের ইস্ট-ওয়েস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা অবস্থার অবনতি হলে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল ৯ টার দিকে আমার মা মোছা. আম্বিয়া বেগম (৪৬)কে চিকিৎসক মৃত ঘোষনা করেন। আহত মহিউদ্দিন (১৫)কে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তবে, তার অবস্থা শঙ্কামুক্ত। তুরাগের কামারপাড়া রোসাদিয়া এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকতো শামছুদ্দিন। দুর্ঘটনা পর ঘাতক ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে গেছে।
ওসি মো. বাচ্চু মিয়া আরো জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা আছে। এবিষয়টি তুরাগ থানা পুলিশকে অবগত করা হয়েছে।
#######
এস, এম, মনির হোসেন জীবন
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৫ মে, ২০২২।