মোহাম্মদপুর থানা জাতীয় পার্টি সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি আলম সম্পাদক হাসেম
মোহাম্মদ মহাসিনঃ
ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর থানা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সম্মেলনে মোহাম্মদপুর থানা জাতীয় পার্টির সভাপতি পদে এএনএম রফিকুল আলমকে সভাপতি ও এসএম হাসেমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। জিএম কাদের বলেন আমাদের অতিত ঐতিহ্য আছে, দেশের মানুষ জানে আমরাই দেশে সুশাসন দিতে পারবো। আমরা দেশের মানুষের সামনে আশার আলো হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। জাতীয় পার্টিকে ধংস করতে দুটি দল এক সাথে আঘাত করেছে।
দলের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করেছে। ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর থানা জাতীয় পার্টির সম্মেলনে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা মাহবুবুর রহমান লিপ্টন, বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, ভাইস-চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম পাঠান, লুৎফর রেজা খোকন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা জাতীয় পার্টির আহবায়ক এএনএম রফিকুল ইসলাম সেলিম ও সঞ্চালনায় ছিলেন মোহাম্মদপুর থানা জাতীয় পার্টির সদস্য সচিব এসএম হাসেম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – যুগ্ম মহাসচিব মোঃ শামসুল হক, ফখরুল আহসান শাহজাদা, আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন সরকার, কাজী আবুল খায়ের, বিভিন্ন থানার নেতৃবৃন্দের মধ্যে আব্দুস সাত্তার, শাহদাত হোসেন টুলু, সাবিনা ইয়াসমিন। চেয়ারম্যান এর উপদেষ্টা হেনা খান পন্নী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মমতাজ উদ্দিন, ইঞ্জিনিয়ার মনির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাখন সরকার, দফতর সম্পাদক -২ এম এ রাজ্জাক খান, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, যুগ্ম কোষাধ্যক্ষ এডভোকেট আবু তৈয়ব, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, বিভিন্ন থানার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন -আলমাস উদ্দিন, ড.নাসির উদ্দিন বকুল, মাহফুজুর রহমান মোল্লা, মোঃ সিরাজুল আরেফিন মাসুম, আলমগীর হোসেন, প্রিন্সিপাল মোস্তফা চৌধুরী, সরদার নজরুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী, মোঃ শরিফুল আলম সোহেল, মোঃ ফজলুল হক শিশির, আমিনুল হক সেলিম, পারভেজ সাজ্জাদ, শাহীন আরা সুলতানা রীমা, আবুল বাশার, এম মহিবুর রহমান, আকবর হোসেন, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।