যাত্রা শুরু করলো স্বপ্নের মেট্রোরেল। দেশের গুরুত্বপূর্ণ এ প্রকল্পের নিরাপত্তায় প্রস্তুত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দুই স্টেশনে নিরাপত্তায় থাকছে ৪ প্লাটুন পুলিশ। ডিএমপি জানিয়েছে, নিরাপত্তার প্রয়োজনে রিজার্ভ থাকছে পর্যাপ্ত পুলিশ সদস্য। এছাড়াও সিসিটিভি মনিটরিং করবে মেট্রোরেলের নিজস্ব কর্মীরা।
উত্তরা উত্তর স্টেশন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহন করে যাত্রা শুরু হলো স্বপ্নের মেট্রোরেলের। স্টেশনের আশপাশ জুড়ে তাই উচ্ছ্বাস।
দেশের ইতিহাসে মাইলফলক হওয়ায় এর নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ডিএমপি। তারা জানিয়েছে, উত্তরা ও আওগারগাঁও স্টেশন ঘিরে ৪ প্লাটুন পুলিশ থাকবে। এদের মধ্যে ১২ জন এস আই ও এএসআই পদমর্যাদার। বাকিরা কনস্টেবল। এছাড়াও সার্বিক নজরদারিতো থাকছেই।
ডিএমপি জানাচ্ছে, মেট্রো রেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় ৩৫৭ জনের স্বতন্ত্র বিশেষ ইউনিট এমআরটি পুলিশ গঠন হচ্ছে শিগগিরই। একজন ডিআইজি হবে ইউনিট প্রধান।
সিসিটিভি মনিটরিং এ থাকবে মেট্রোরেলের নিজম্ব কর্মীরা।
তবে মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের নিরাপত্তায় দ্রুত বিশেষ ইউনিট গঠনের তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের।