গাজীপুর জেলার শ্রীপুরের আওয়ামীলীগের অন্যতম নেতা মফিজ উদ্দিন কাজীর জানাজা নামাজে বৃষ্টির মাঝে ও গনমানুষের ঢল বয়েছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মফিজ উদ্দিন কাজীর জানাজা নামাজ বুধবার সকালে ইজ্জতপুর উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে এসময় বৃষ্ট হয়।
রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মৃত কাজী আফছার উদ্দিন কাজীর ছোট ভাই আওয়ামীলীগ নেতা কাজী মফিজ উদ্দিন গত মঙ্গলবার রাত ৯ টায় ইজ্জতপুর বাজারে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
কাজী মফিজ উদ্দিন গাজীপুরের ৩ আসনের এমপি মোহাম্মদ ইকবাল হোসেন সবুজের একজন বিশ্বস্ত সৎ নির্ভীক কর্মী ছিলেন।
প্রয়াত নেতাকে স্মরণ করে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর ৩ আসনের সাংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মোঃ শামসুল আলম প্রধান, গাজীপুর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আখতারুজ্জামান খান।উক্ত জানাজা নামাজে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ বি এস সি,রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান মনির, রাজাবাড়ী ইউনিয়ন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান নিহার, রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগ নেতা ইউসুফ আলী শেখ, যুবলীগ নেতা কাউছার আহমেদ দিপু, হারুন অর রশিদ রনি, মোঃরাসেল মিয়া, মোঃ মাসুম মন্ডলসহ অত্র এলাকা থেকে আগত আত্মীয়-স্বজন ও ধর্মপ্রাণ মুসল্লিরা। ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়
( অনলাইনে আপডেটে,মুহাম্মাদ মহাসিন 01632912580)