নেতা চাই এমন কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল যেমন
স্টাফ রিপোর্টার:
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব সাইফুল ইসলাম দুলাল সম্বন্ধে ৩৭ নং ওয়ার্ডের এক বাসিন্দা বলেন- নেতা চাই এমন কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল যেমন, যার কথা শুনে হই মুগ্ধ,যে অসহায় মানুষের দুঃখের কথা শুনে, যে দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, যে গরিব মানুষের দিকে সহায়তার হাত বাড়ায়, তিনি আমাদের অভিভাবক কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল।
যার গুণের কথা আমার মত সাধারন মানুষ বলার ভাষা আমার নেই, তারপরও বলতে ইচ্ছে করে রাজনৈতিক নেতা হিসেবে তিনি আমার আদর্শ, যার অনুপ্রেরণায় যার অর্থের সহায়তায় আমার ছেলেটি আদর্শবান পিতার সন্তান হিসেবে এলাকার মানুষের কাছে স্বীকৃতি পেয়েছে, শুধু তাই নয় আমি দেখেছি গরিব মানুষ কে তিনি কিভাবে সহায়তা করেন, করোনা কালীন সময় দেখেছি মানুষের বিপদে তাকে ঝাঁপিয়ে পড়তে, নিজের জীবনের মায়া ত্যাগ করে ৩৭নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের নিরাপত্তার কথা তিনি ভেবেছেন।
এই যে এখন শীতকাল, দেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষ শীতে কষ্ট করছে, আমার বিশ্বাস এমন অবস্থায় তিনি বসে থাকবেন না, তার ৩৭ নং ওয়ার্ডের শীতর্থ্য মানুষের মাঝে নিশ্চয় তিনি শীত বস্ত্র বিতরণ করবেন, কারণ তার নির্বাচনের ইশতেহারের একটি হল ৩৭ নং ওয়ার্ডের সকল মানুষের সব ধরনের সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা তিনি করবেন। অতীতেও দেখেছি এরকম কার্যক্রম তাকে পালন করতে, আমি সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু দান করেন, বেঁচে থাকার শেষ দিন পর্যন্ত তিনি যাতে মানুষকে সেবা দিতে পারেন।