আওয়ামী লীগের নেতা সোনা মিয়ার মৃত্যুতে
কাউনিয়া হারাগাছে থমথমে বিরাজ করছে নেতাকর্মীদের!
সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ায় আওয়ামী লীগের দু-গ্রæপের সংর্ষষে গত সোমবার রাতে দুর্বৃত্তের লাঠির আঘাতে সোনা মিয়া (৫০) এর মৃত্যুকে কেন্দ্র করে কাউনিয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে গত সোমবার উপজেলার ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপির আগমন উপলক্ষে শ্লোগান দেয়া কে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই-গ্রæপের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় গ্রæপের নেতা কর্মীরা। এ ঘটনার জের ধরে পুনরায় সন্ধা সাড়ে ৭টা দিকে উভয় পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে এতে ইব্রহীমের দোকানের সামনে দুর্বৃত্তের লাঠির আঘাতে হারাগাছ নাজিরদহ নয়াটারী গ্রেিমর আব্দুল খালেকের পুত্র আওয়ামীলীগ কর্মী সোনা মিয়া ঘটনা স্থলেই মারা যায়। এ ঘটনায় পুলিশ সুপার রংপুর ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান ও সুলতানা রাজিয়া, কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ ঘটনা স্থল পরিদর্শন করেন। এবং উত্তজিত জনতাকে শান্ত করেন। সোনামিয়ার মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার হারাগাছ ও কাউনিয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। মঙ্গলবার হারাগাছ খানসামা হাটে ও কাউনিয়া উপজেলা বালিকা বিদ্যালয়ে মোড়ে আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে দেখা যায় নি। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষন ও তদন্ত করা হচ্ছে। আশা করছি প্রকৃত কারন উৎঘটন করা সম্ভব হবে।