• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ” সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে বিভক্তি জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৪ জামালপুরে এডাব ও এসপিকে-র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপিত” ফুটপাতের দোকান উচ্ছেদে কঠোর অভিযান অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তি সাধনায় চট্টগ্রামে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতি মহাসমাবেশ বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন। জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ ইউনিভার্সিটিতে ড্রাগ আবিষ্কার এবং ওষুধের পুন:র্নির্মাণ,, নিয়ে সেমিনার অনুষ্ঠিত” সৈয়দপুর সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন আয়োজিত উম্মুক্ত কবিতা আবৃত্তি ও বইমেলা ২০২৫ উদযাপন

শ্রীপুরে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীকে মারধর হত্যার চেষ্টা থানায় অভিযোগ

71Times / ৫২৮ Time View
Update : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

শ্রীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের হাসিবুল হাসান হাসিব নামে এক অটোরিকশা ও ইজিবাইক ব্যাবসায়ী ও তৃনমূল পর্যায়ের নেতা তরুণ সমাজ সেবক কে পথরোধ করে মারধর সহ আগ্নেয় অস্ত্র পিস্তল ঠিকিয়ে অপহরণের চেষ্টা করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই যুবক বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন ১/ শাহীন মোড়ল (৩৫), পিতা, শাফী উদ্দিন মোড়ল, ২/চুল্লা মিজান (৩৫) পিতা- মোজাম্মেল, উভয় সাং বরমী মধ্যপাড়া ৩/ হৃদয় (২৮) পিতা- মন্টু সাং হরতুকিরটেক ৪/ ডিব্বা নজরুল ( ইয়াবা ব্যবসায়ী) ,(৩৫) পিতা- মৃত শামসুল হক, সাং বরমী ছিটপাড়া, সর্ব -থানা শ্রীপুর, জেলা গাজীপুর সহ অজ্ঞাত ৪/৫ জন।

থানা অভিযোগ সুত্রে ও বাদীর মৌখিক বক্তব্যে জানা যায় বিবাদীরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা ও জুয়ার মাঠ পরিচালনা করে আসছে।

এবং বাদীর ব্যবসা প্রতিষ্ঠানের পাশে ও এলাকায় প্রায় সময় মাদক সেবন সহ বিভিন্ন ধরনের অপকর্ম করে থাকে।

তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান বাদী হাসিবুল হাসান হাসিব। তিনি আরও বলেন বিবাদীরা প্রায় সময় আমাকে মারার হুমকি দিয়ে থাকে, আমি তাদের এসব অপকর্মের প্রতিবাদ করার কারনেই আমার উপর তারা পূর্ব পরিকল্পিত ভাবে পথরোধ করে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, ০১/০৬/২০২৩ ইং তারিখ রাত ১১ টা ৩০ মিনিটের সময় আমার অটোরিকশা ড্রাইভার মনির কল দিয়ে বলে আমার অটোরিকশা নষ্ট হয়েছে, তৎক্ষনাৎ আমি একটি অটোরিকশা নিয়ে কায়েত পাড়া থেকে বরমী যাওয়ার পথে ডুলিপাড়া রাইস মিলস এর সামনে যেতেই শাহীন মোড়ল সহ অন্যান্য বিবাদীরা পথরোধ করে আমায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, তখন আমি প্রতিবাদ করলে তারা সকলে মিলে আমায় অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত করে, তখন আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন আসতে শুরু করলে ওরা পালিয়ে যায় এবং পরবর্তীতে আমাকে আবারও আক্রমণ করার জন্য আমার পিছু নেয় তখন আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতায় বাড়িতে আসি, তখন আমার শারিরীক অবস্থা খারাপ হওয়ায় আমাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসা করায়।

তিনি আরও বলেন এরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। এদের বিরুদ্ধে থানায় ও বিজ্ঞ আদালতে হত্যা,খুন, অপহরণ, চাঁদাবাজী, টেন্ডারবাজী,ছিনতাই, অস্ত্র, ডাকাতি, চুরি, জমি দখল সহ তাদের নামে একাধিক মামলা ও অসংখ্য অভিযোগ রয়েছে।
এরা অর্থের জন্য সকল অপকর্ম করে থাকে বরমীতে, চাঞ্চল্যকর সৃষ্টিকারী এরা বিভিন্ন সময় বড় বড় অপরাধ করেও রাজনৈতিক ছত্র ছায়ায় ছাড় পেয়ে থাকে তাদের পিছনে কারা আইনী ভাবে ও রাজনৈতিক ছায়া দিয়ে থাকে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনা হউক। বিবাদীদের ভয়ে কেউ মুখ খুলতে চায় না আমি এদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।

আমি এলাকায় কিছু কুখ্যাত মাদক ব্যবসায়ী সহ জুয়ার বোর্ড বন্ধ করার লক্ষে প্রতিবাদ করে বন্ধ করার চেষ্টা করি বেশ কিছু যায়গায় ইতিমধ্যে বন্ধ হয়েছে, সামাজিক ভাবে বয়কট সহ সামাজিক আন্দোলন করি। এসকল ঘটানার পর থেকে বিবাদীগণ আমাকে এ সকল বিষয়ে নিরব থাকতে বার বার মুঠোফোনে নির্দেশ দেই যাহার সকল প্রমানাধি রয়েছে তাছাড়াও বিভিন্ন অপরিচিত ফোন নাম্বার থেকে কল করে প্রতিনিয়ত হুমকি প্রধান করে ও কখনো ভুয়া পুলিশের বিভিন্ন পদে পরিচয় দিয়ে কল করে আমাকে হুমকি ধামকী দিয়ে আসছে কয়েকদিন ধরে। এ ঘটনার মোর গুরাতে রাজনৈতিকভাবে একটি প্রভাবশালী মহলের নিরব লভিং চলছে বলে তথ্য পেয়েছি। যাতে ন্যায় বিচার থেকে আমি বঞ্চিত হই। আমি এর আগেও বেশকিছু উল্লেখ যোগ্য অপরাধীদের বিষয়ে প্রতিবাদ করেছি, এখন কিছু বিষয়ে আমি ষড়যন্ত্রের মধ্যে পড়ে নির্যাতিত হচ্ছি, আমি ন্যায়ের পক্ষে, আমিনসকলের সহযোগিতা কামনা করি।

এ বিষয়ে অভিযোক্ত শাহীন মোড়লের সাথে কথা হলে তিনি বলেন আমি ঘটনার সাথে জরিত না,ফেইসবুকে লেখালেখি দেখলাম,রাজনৈতিক ভাবে আমার বাবার নাম জরিয়ে মানহানি করার জন্য এমন করছে।

এ বিষয়ে শ্রীপুর থানার এস আই শাখাওয়াত হোসেন বলেন আজ সকালে আমি অভিযোগ হাতে পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর