টঙ্গী গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গী মুদাফা এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে মুফাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ৫২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য মাহাবুবুল আলম শুক্কুর।
৫২নং বিএনপির সভাপতি ইদ্রিস শরীফের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মশিউর রহমান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, ৫৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টার।
এতে আরও বক্তব্য রাখেন হাজী আব্দুর রহমান, তাজুল ইসলাম বেপারী, শামছুল হক, নিশাত মাহমুদ জালাল, হাজী জহিরুল ইসলাম, লুৎফর রহমান লিটন মাস্টার, মোতালেব হোসেন, আলম হোসেন, আবু বক্কর সিদ্দিক, আলমগীর হোসেন ভাসানী, রেদোয়ানুর রহমান প্রত্যয়, আরিফ হোসেন, দিপু দে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলম, হারুন খান, বাছেদ আলী, রিয়াজ উদ্দিন, সানী, কানন, রবিন, সবুজ,দুর্জয়, আমান ও তারেক প্রমুখ।