জামালপুরে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের মেলান্দহে গোয়াল ঘরের পেছনে লিচুগাছে আজগার আলী (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯জুন) দুপুরে পৌরসভার নাগেরপাড়া থেকে ওই বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার কর হয়। নিহত আজগার আলী নাগেরপাড়া এলাকার মৃত সামাদ মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মেলান্দহ পৌরসভার নাগেরপাড়া এলাকায় রশিদ মুন্সির গোয়াল ঘরের পেছনে লিচুগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়, পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
তারা আরও বলেন, নিহত আজগার আলী সঙ্গে প্রতিপক্ষ রশিদ মুন্সির জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলছিল। তাঁদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। আজগার আলী প্রতিপক্ষের মামলায় জেলও খাটেন। কিছুদিন আগে তিনি জেল থেকে বের হয়েছেন। রশিদ ও আজগার আলী প্রতিবেশী।
সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল স্বজল কুমার সরকার বলেন, লিচুগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁকে হত্যা করা হয়েছে এমন কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।