জামালপুরে রেলওয়ে স্টেশনে বিশুদ্ধ ও সুপেয় পানি ব্যবস্থা গ্রহণে সংবাদ সম্মেলন
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে রেলওয়ে স্টেশনে বিশুদ্ধ ও সুপেয় পানি ব্যবস্থা গ্রহণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে শহরের বসাক মার্কেটের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ফেলো (ডিআই) আব্দুল্লাহ্ আল সাদী সিয়াম ও ফেলো (ডিআই) জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে
প্রধান অতিথির বক্তব্য রাখেন মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা।
সংবাদ সম্মেলন বিষয় সম্পর্কে ধারণাপত্র পাঠ করেন ফেলো (ডিআই) সুরাইয়া আক্তার জুঁই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, উপদেষ্টা মাওলানা গোলাম রব্বানী, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক রাজন্য রুহানি, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, সময়ের আলোর সাংবাদিক মোস্তাফিজুর রহমান কাজল, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম জামালপুর জেলা শাখার সম্পাদক মনিরা চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মন্জুরুল করিম সুমন, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা প্রমুখ।
সংবাদ সম্মেলনে মাল্টিপাটি এডভোকেসী ফোরাম জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর রেলওয়ে স্টেশনে বিশুদ্ধ ও সুপেয় পানি ব্যবস্থাপনা প্রকল্পটি নিয়ে সংবাদ সম্মেলনে উঠে আসা বিভিন্ন সমস্যা ও খু্বই দরকারি পরামর্শগুলো রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এই প্রকল্পটি বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতাও কামনা করেন তারা।
সার্বিক সহযোগিতা ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী নিরুপমা ভৌমিক।
সংবাদ সম্মলনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রাজনৈতিক ফেলো ও প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
০১৭৪২-৫৬৭৭২০