জামালপুরে অস্ত্র-গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে অস্ত্র ও গুলিসহ রশিদ মোল্লা (৪৭) নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে জামালপুর সদর থানার পুলিশ। আটক রশিদ মোল্লা ঢাকা কেরানীগঞ্জের কামরাঙ্গীরচর এলাকার চাঁন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে জামালপুর পুলিশ সুপার কর্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের প্রত্যক্ষ দিক নির্দেশনায় জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজের নেতৃত্বে এসআই মেহেদী হাসান সঙ্গীয় অফিসার্স ফোর্সসহ গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর রেলওয়ে কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে। এসময় তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে কলোনী এলাকায় থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীকে ০৭ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নামে কুমিল্লা সদর দক্ষিণ থানায় দুটি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। বকশীগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।