মোঃ মাহবুব আলম, একটি ৷৷৷ সাধারণ৷৷৷৷ গোষনা
মেঘনা শ্রমজিবী কোঃ অপেরেটিভ সোসাইটি লিমিটেড যার সরকারি নিবন্ধন নং ১০০ সংশোধিত নিবন্ধন নং ৫৫৩ যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমবায় থেকে নিবন্ধিত। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মেঘনা শ্রমজিবী কোঃ অপেরিটিভ সোসাইটি লিমিটেড রেজি নং৷ ১০০/ ৫৫৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও সমবায় নিবন্ধিত আতুরার ডিপু সামাদ পুর থানা বায়েজিদ জেলা চট্টগ্রাম এ উক্ত সমিতির কালেকশন বা পুরো কার্যক্রম গত মার্চ ২০২৩ ইংরেজি থেকে বন্ধ কিন্তু গোপন ভাবে আমরা জানতে পরি কে বা কাহারা উক্ত সমিতির নামে বই সাফায়ে বা বানাই বিভিন্ন লোকজন থেকে মেঘনা শ্রমজীবি কোঃঅপেরিটিভ সোসাইটি লিমিটেড এ নামে সঞ্চয় কালেকশন করতেছে আমরা সমিতির ম্যানেজমেন্ট কমিটি এতে অবগত নয় যদি কেহু মেঘনা সমিতির নামে টাকা কালেকশন করে তাহলে তাকে ধরে আইনের সুপর্দ করার জন্য অনুরোধ করা হইল অথবা সমিতির সভাপতি অথবা সমিতির সাধারণ সম্পদ বরাবর জানানোরজন্য অনুরোধ জানানো যাচ্ছে ০১৯৭৪১৪৬৬৩৮ / ০১৯৭৪১১৯১৪৪