শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি আটক-২ এস এম আজিজুল হাকিম : ঢাকার সাভারের আশুলিয়া থেকে ১০ বছরের শিশুকে অপহরনের পর মুক্তিপণ দাবির ঘটনায় অপহৃতকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে আটক করেছে রেপিড একশন ব্যাটালিয়ন-৪ সোমবার ২৮শে আগস্ট বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রেপিড একশন ব্যাটালিয়ান ৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মোহাম্মদ খান। এর আগে রোববার ২৭ আগস্ট রেপিড একশন ব্যাটালিয়ান-৪ এর একটি আভিধানিক দল আশুলিয়ার কাঠগোড়া এলাকায় অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধারসহ অবরণকারীদের আটক করে। আটকৃতরা হলেন ময়মনসিংহের মোঃ আতাব আলী(৫৫) ও গাইবান্ধার মোহাম্মদ আশিক(১৮) রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন -৪ সিপিসি২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান জানান ২৭ আগস্ট আশুলিয়ার কাঠগড়া এলাকায় ১০ বছরের শিশুটি খেলাধুলা করার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে বিকেলে অজ্ঞাত এক ব্যক্তি শিশুটির বড় বোনের ব্যবহারিত মোবাইল ফোনে জানায় এই শিশু তাদের হেফাজতে আছে। তাকে ফেরত পেতে হলে ২০ হাজার টাকা মোবাইল ব্যাংকের মাধ্যমে মুকিবন হিসেবে দাবী করে। মুক্তি বলে টাকা না দিলে তারা শিশুটিকে পাচার করে দিবে অথবা মেরে ফেলবে বলে হুমকি দেয়। তিনি আরো জানান পরবর্তীতে শিশুটির বাবা নিরুপায় হয়ে রেপিড একশন ব্যাটালিয়ন-৪ বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করলে তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু হয়। মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত ২৭ আগস্ট রেপিড একশন ব্যাটালিয়ান ৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারীদের আটক ও অপহিত শিশুকে উদ্ধার করা হয়