৯নং দক্ষিণ শিলমুড়ি ১নং ওয়ার্ডে সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিকের উপর হামলা
৯ নং দক্ষিন শিলমুড়ি ইউনিয়ন জয়াগ ১নং ওয়ার্ড নাসির (৩৩) নামে এক সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে।
গত শুক্রবার (১৪ এপ্রিল )অনুমানিক বিকাল ৫টায় বরুড়া উপজেলার ৯নং দক্ষিন শিলমুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড জয়াগ উত্তর পাড়ায় পেশা গত দায়িত্ব পালনকালে সরকারি রাস্থা বন্ধ করার খবর পেয়ে ঘটনার স্থলে গেলে পারভিন (৩০)নামের এক মহিলা সাংবাদিকের টি শাটের কলার ছেপে ধরে হাতে থাকা একটি ক্যামেরা নিয়ে যায়।উক্ত ঘটানার স্থলে থাকা সাদেক ও আমান নামের দুই ব্যাক্তি তাকে মারধোর করার হুমকি দিয়ে থাকে।পরে খবর পেয়ে স্থানিয় ইউপি সদস্য এসে ঘটনার স্থল থেকে সাংবাদিককে উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক বরুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।