নালিতাবাড়িতে মাদকসহ গ্রেফতার ১জন ( এসএম আজিজুল হাকিম সহকারী সম্পাদক ৭১টাইমস ) আজ ৯/৬/২৩ নালিতাবাড়ি উপজেলায় পশ্চিম সম্চচুড়া গ্রামের ফছির উদ্দিন এর ছেলে আসাদুজ্জামান (আপেল-২০)কে ৪৪ বোতল বিয়ার ক্যান ও ২৪ বোতল হুইস্কি সহ জামালপুরের RAB ১৪ এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার সবুজ রানার একটি আভিযানিক টিম গ্রেপ্তার করে নালিতাবাড়ী থানায় সুপর্ধ করে মাদক আইনে মামলা দিয়ে আসামিকে জেল হাজতে প্রেরণ করে আসামির বিরুদ্ধে আরো একাধিক মাদক মামলা রয়েছে। জানিয়েছে RAB 14।