শেরপুরে ৩ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার ( এসএম আজিজুল হাকিম সহকারী সম্পাদক ৭১ টাইমস ) গত রাতে ৮/৬/২৩ শেরপুর সদর উপজেলার পশ্চিম ধরিপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে সজিব (20) কসবা মোল্লাপাড়া মহল্লার মন্ডলের ছেলে নাঈম ইসলাম (21) কসবা বিবোত্তর পাড়া ইসমাইল মুন্সির ছেলে রাদ (20) তিন জনের একটি দল শেরপুর সদর উপজেলার ডোবারচর দক্ষিণপাড়া দেলোয়ার হোসেনের বাড়িতে গিয়ে নিজেদেরকে ডিবি পরিচয় দেয় পরে তাদের কাছে গ্রেফতারি পরোয়ানা আছে বলে দেলোয়ার হোসেনের কাছে ৫০হাজার টাকা ঘুষ দাবি করলে তারা টাকা দিবে বলে স্বীকার করে তাদের সাথে কথা বলে কিন্তু তাদের কথায় সন্দেহ হয় পরে দেলোয়ার হোসেন কৌশলে শেরপুর সদর থানায় ফোন দিয়ে পুলিশকে জানায় পুলিশ এসে তাদের তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় থানায় নিয়ে গিয়ে তিনজনের নামে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল ঘটনা সততার স্বীকার করে