মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার ও ২ চোর গ্রেফতার-
মোঃ বিলাত আলী
বিশেষ প্রতিনিধি জামালপুর।
১৩ জুন ২০২৩ খ্রিঃ
বাদী মোঃ রাশেদুল ইসলাম চৌধুরী পলাশ (৩৯) এর মোটর সাইকেল চুরি হওয়ার অভিযোগের প্রেক্ষিতে জামালপুর থানার মামলা নং-৫০,তারিখ-১৩/০৬/২০২৩ খ্রি. ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। পরবর্তীতে পুলিশ সুপার, জামালপুর মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ, জামালপুর থানা এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা- এসআই মোঃ রেজাউল করিম সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে বাদীর চুরি যাওয়া ১১০ সিসি ডিসকভার মোটরসাইকেল বগুড়া জেলার সারিয়াকান্দি থানা এলাকায় হইতে উদ্ধার করা সহ মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িত ০২জন চোর ১। মোঃ রবিউল ইসলাম (২২), পিতামৃত-শহীদুল ইসলাম, ২। মোঃ আপেল আকন্দ (২১), পিতা-মোঃ মোতাহার আকন্দ, উভয় সাং-চরছুনপঁচা, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করেন।
শুনা যাচ্ছে আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।