জামালপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের মেলান্দহে ধর্ষণ চেষ্টার অভিযোগে মনিরুজ্জামান (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে মেলান্দহ থানা পুলিশ।
সোমবার (১৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার দুরমুঠ ইউনিয়নের জাংগালিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনিরুজ্জামান ওই এলাকার জিয়াউল হকের ছেলে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, অভিযোগকারী বিবাহিত ওই নারীকে বিয়ের প্রস্তাব দেয় মনিরুজ্জামান। সে খারাপ প্রকৃতির হওয়ায় ভুক্তভোগী মেয়েটিকে অন্যত্র বিয়ে দেয় তার পরিবার।
এতে ক্ষিপ্ত হয়ে নানান সময় মেয়েটিকে ক্ষতিসাধন করার জন্য উৎপেতে থাকতো ওই যুবক। সর্বশেষ গত বৃহস্পতিবার (১জুন) দিবাগত রাত সাড়ে ১০টা দিকে ভুক্তভোগী মেয়েটি বসতবাড়ির টিউবওয়েল পাড়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। এ সময় পূর্বে থেকে উৎপেতে থাকা মনিরুজ্জামান মেয়েটিকে মুখ চেপে ধরে পাশের লিচুগাছের নিচে নিয়ে গিয়ে জোরপূর্বক ধস্তাধস্তি করে ধর্ষণ করার চেষ্টা করে। পরে ভুক্তভোগী মেয়েটি চিৎকার দিলে ওই যুবক পালিয়ে যায়।
মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে ভুক্তভোগী মেয়েটি বাদী হয়ে গত ১৮জুন থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর সোমবার অভিযান চালিয়ে অভিযুক্ত মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে মনিরুজ্জামানকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।